আমাদের কথা খুঁজে নিন

   

নারীদের সুবিচারে মোশাররফের পদক্ষেপ

আমি কাক নই, আমি মানুষ...

পাকিস্তান নারীদেও জন্য আরো সুবিচার ও নিরাপত্তা নিশ্চিত করতে স¤প্রতি একটি ঐতিহাসিক আইন পাশ করেছে। ‘ওমেন প্রটেকশান বিল’ টি পার্লামেন্টের উভয় কক্ষে পাশ হয়েছে। ১৯৭৯ সালে ‘হুদুদ অর্ডিন্যান্স’র পরিশোধন করে প্রেসিডেন্ট মোশাররফ এটি পাশ করালেন। ধর্ষণ এবং যৌন অপরাধ নিয়ন্ত্রনে নতুন আইনটি অত্যন্ত কার্যকর হবে। ধর্ষণের শিকার মহিলাদেও চারজন পুরুষ সাক্ষির প্রয়োজন হবেনা।

এতে কওে ধর্ষণের শিকার নারীদেও বিরুদ্ধে সংঘটিত অপরাধ প্রমান একপ্রকার অসম্ভই ছিলো। পূর্বেও হুদুদ আইন অনুযায়ী ধর্ষিত মহিলা যদি চার সাক্ষি হাজির করতে না পারতো তাহলে অনিবার্যভাবে ওই মহিলাকে স্বেচ্ছায় ব্যাভিচারকারি হিসেবে অভিযুক্ত করে মৃত্যুদণ্ড দেয়া হতো। ধর্ষণ বা অন্যকোন অত্যাচারের শিকার নারীরা বিচার চাওয়ার সাহস করতোনা। নির্যাতনের কথা পুলিশ কতৃপক্ষের কাছে শিকার করতেন না। এই আইন পাশ পারভেজ মোশাররফের অবস্থানকে মহিলাদের কাছে সুসংহত করলো।

দীর্ঘদিন ধরে সেদেশের নারী আন্দোলনকারিরা এ ধরনের একটি আইন প্রণয়নের জন্য সোচ্ছার চিলেন। গত কয়েক বছরের মধ্যে ঘটে যাওয়া সাফিয়া বিবি এবং মুকতারান মাই ধর্ষণ মামলা পাকিস্তানের দুর্বল আইনি ব্যবস্থাকে বিশ্ববাসির সামনে প্রশ্নবিদ্ধ করে। নারিদের বিরুদ্ধে নেয়া বিচারিক পদক্ষেপ বিশ্ব বিবেককে নাড়া দেয়। বিবি এক অন্ধ বালিকা। ধর্ষণের অভিযোগ প্রমান করতে পারেনি।

পরে জেনা করার অপরাধে উল্টো তারই মৃত্যুদণ্ড হয়। মুকতার মাইকে একটি গ্রাম্য বিচার পরিষদেও অনুমোদনক্রমে গণ ধর্ষণ করা হয়। ছোট ভাই ভিন্ন উপজাতির মেয়েকে ভালোবাসতো এই অপরাধে গ্রাম্য আদালত তাকে গণধর্ষনের নির্দেশ দেয়। নানা ধরনের রাজনৈতিক চাপ থাকা সত্ত্বেও মোশাররফ এই ধরনের একটি পাশ করিয়ে নেয়ায় বড় ধরেনর বাহবা পেয়েছেন। গোড়াদেও বিরুদ্ধে তার এই কট্টর অবস্থান সব মহলে প্রশংসিত হয়েছে।

এর আগে কোন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী অথবা সেনাবাহিনীর জেনারেল হুদুধ আইনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সাহস করেননি। মোশাররফ নারী অধিকারের গুরুত্ব দিয়ে ‘আলোকিত আধুনিকায়ন’ নীতি বাস্তবায়নের কাজ করছে। ওয়ার্ল্ড ইসলামিক ইকোনমিক ফোরামের ইসলামি দেশগুলোর উন্নয়ন শীর্ষক এক সম্মেলনের উদ্বোধনী ভাষনে তিনি মহিলাদেও অবশ্যই রাজণৈতিক এবং অর্থনৈতিকভাবে ক্ষমতায়ন করতে হবে বলে জোরালো বক্তব্য রাখেন। এর আগে ইসলামাবাদে মহিলাদেও অন্য একটি সম্মেলনে তিনি নারীদেও সামাজিক ক্ষেত্রে আরো বেশি সুযোগ দেয়ার প্রতিশ্রুতি দেন। প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ আরো কিছু সংস্কারের উদ্যোগ নিয়েছেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.