আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের নতুন ইতিহাস রচিত হতে যাচ্ছে । রাজাকাররা লবিং করো , মুক্তিযোদ্ধা কিংবা জীবত বীরশ্রেষ্ঠ ....... জলপাই চোষণের যোগ্যতায় পদও বন্টন হবে

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

দেশে একটি বেসামরিক সরকার জরুরী অবস্থার মধ্যদিয়ে ক্ষমতায় । সেনাপতিরা বরাবরই বলছেন রাজনীতি বা ক্ষমতা নেওয়ার কোন ইচ্ছা তাদের নেই এবং এই সরকারের কোন কাজে তারা নাক গলায়না অথচ দেশের দুর্নীতি রোধে , রাজনীতিবিদদের নির্বাসনে পাঠাতে কিংবা সংস্কারের নামে পুরোনো দল গুলো ভাংগতে এবং তয় শক্তি নাম ইউটোপীয় রাজনৈতিক দল বা সরকার গড়তে তাদের আগ্রহের শেষ নাই । দেশের ভবিষ্যত রক্ষার নামে , সৎ সরকার প্রতিষ্ঠার চেষ্টা কিভাবে সরকারের বাইরে থেকে হচ্ছে ??? তবে কি ধরে নেব দেশে ২ টি সরকার ?? তারা ২৬ মার্চ একটি জোড়াতালি মার্কা ইতিহাস বানানোর চেষ্টা করল আবার এখন তারা ইতিহাসের পদ বন্টনে ব্যস্ত । প্রধান সেনাপতি জানিয়েছেন বঙ্গবন্ধুকে সঠিক (!!) স্থান দেয়া হবে !! এই সঠিক স্থান দেয়ার তিনি কে?? তাকে সেই ক্ষমতা কে দিল ?? সরকারী চাকরীজীবি হয়ে জনগনের সেবা করা ছাড়া জনগন তাদের কাছে আর কিছু প্রত্যাশা করেনা সেটা কতবার তাদের বুঝাবে ?? আর সৎ লোকের শাসন টার্মটা কেমন জানি পরিচিত ঠেকছে মনেহয় !!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.