আমাদের কথা খুঁজে নিন

   

সরকার রাষ্ট্রকে পিতৃ সম্পত্তির মতো নিয়ন্ত্রণ করছে: সন্তু লারমা

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি নেতা জৌতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) বলেছেন, সরকার রাষ্ট্রকে পিতৃ সম্পত্তির মতো নিয়ন্ত্রণ করছে। নির্বাচনী ওয়াদায় মৌলিক অধিকারের কথা বলা হলেও সরকার সব ভঙ্গ করেছে বলেও অভিযোগ করেন এই আদিবাসী নেতা। শুক্রবার বিকেলে যুব ইউনিয়নের সম্মেলনের উন্মুক্ত অধিবেশনে সন্তু লারমা বলেন, দেশের সব জায়গায় সন্ত্রাস, দূর্নীতি, দলীয়করণ, নতজানু রাজনীতি এবং মৌলিক অধিকার পরিপন্থী কাজ চলছে। কোন কিছুর কমতি নেই এটা মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে। তিনি বলেন, এখন পর্যন্ত সরকার পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির বাস্তবায়ন করেনি। “পার্বত্য অঞ্চলে আমরা এখনো আন্দোলন করছি এবং আন্দোলন ছাড়া কিছু অর্জন হবেও না,” মন্তব্য করেন তিনি। গুম, গুপ্ত হত্যা নিয়ে আলোচকদের বক্তব্যের সাথে একমত প্রকাশ করে সন্তু লারমা বলেন, দেশের মানুষ নিরাপত্তাহীনতায় মধ্য দিয়ে চলছে। সরকার নির্বাচনী কোন ওয়াদাই পূরণ করেনি বলেও মন্তব্য করেন তিনি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.