আমাদের কথা খুঁজে নিন

   

আমি রাষ্ট্রকে বেপর্দা করে ফেলি

বা

আমি রাষ্ট্রকে বেপর্দা করে ফেলি যেমন মায়ের উদর ছিড়ে পৃথিবীর পথে আসি এভাবেই আসতে হয়। আমি রাষ্ট্রের ভিতর দিয়ে হেটে যাই এভাবেই যেতে হয়- প্রতিরাতে আমি হৃদয় গেলাসে ঢালি শব্দের তরল তারপর কোথায় হারিয়ে যাই যেন আমি দাঁড়িয়ে আছি এক মাস্তুলে যা ভাসমান গহীন সমুদ্রে একা দিনের আকাশের সূর্য্যের মতো একা, যেখানে ঝুলে আছে আকাশ অনড় অনন্ত অসীমের সীমারেখা টেনে যেখানে নেই কিছুই আর কেবল নীলের সম্প্রসারণ যেখানে নেই কিছুই আর শুধু আমার মাতাল হৃদয় বাতাসের গান শুনি শু শু, অহংকারী স্রোতের উদ্দাম নৃত্য দেখি অলৌকিক শব্দ শুনি - নিশ্চিত বিশ্বাসের, আমার কবিতার বাণী আমাকে করে চুম্বন প্রেমিকার অবয়বে আমার প্রেমিকার চুম্বনে আমি জেগে উঠি আমার কবিতার চুম্বনে আমি জেগে উঠি আমার কবিতা সাম্যের বাণী নিয়ে আসে স্পপ্নময় স্বার্থকতায় আমার কবিতা বঞ্চনার কোলাহলে করে উঠে দারুন আর্তনাদ আমার কবিতা হৃদয়ের প্রেমের কথা কয়, দেহের স্বাদের কথা কয় আমার কবিতা বিচারহীন মৃত্যুর করে উঠে ভীষণ প্রতিবাদ এবং আমি রাষ্ট্রকে বেপর্দা করে ফেলি এবং একটি রাষ্ট্রের ভিতর দিয়ে হাটতে হাটতে আমি পৃথিবীর হয়ে উঠি স্বদেশ ভুমি- লেফট্ রাইট পরাশক্তি- লেফট্ রাইট জাতিসংঘ- লেফট্ রাইট আমার কবিতা - লেফট্ রাইট

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.