বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, বৈদেশিক মুদ্রার মজুদ (রিজার্ভ) ৭০ হাজার কোটি টাকা বা এক হাজার কোটি ডলার ছাড়িয়ে গেছে। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে রিজার্ভের এই রেকর্ড উদ্যাপনকালে গভর্নর আতিউর রহমান বলেছিলেন, রিজার্ভের এই অর্জনের মূল কৃতিত্ব প্রবাসীদের। বিশ্বের বিভিন্ন দেশে বর্তমানে ৬৫ লাখ বাংলাদেশি কর্মী কর্মরত। তাঁরাই দেশের রিজার্ভের রেকর্ড গড়তে, অর্থনীতিকে বিপদমুক্ত রাখতে সহায়তা করছেন। গত নভেম্বর পর্যন্ত প্রবাসী-আয় (রেমিট্যান্স) এসেছে ৬৭ হাজার ৯৭১ কোটি ৮২ লাখ টাকা। বিপরীতে অভিবাসী এই কর্মীরা মর্যাদার বদলে পাচ্ছেন বহুমুখী অবহেলা, আর দেশে-বিদেশে শিকার হচ্ছেন উন্মুক্ত প্রতারণার।
সুত্র: প্রথম আলো
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।