আমাদের কথা খুঁজে নিন

   

আইসিটি টেকনো পার্সনদের সহায়তা চাই



গ্রামীণ মানুষরে হাতে তথ্য যোগাযোগ প্রযুক্তি তুলে দেওয়ার লক্ষ্যে নানা রকমের উদ্যোগ দেখা যাচ্ছে। আমরা এ সব বিষয়াদি স্বাগত জানাই একই সাথে আমরাও এসবের সাথে সামিল হতে চাই। নোয়াখালী জেলার অবস্থানরত আইসিটি ব্যবহারকারীদের জন্য আমরা একটি রিসোর্স ওয়েব সাইট তৈরি করতে আগ্রহী। এ জেলা সম্পর্কে আগ্রহী যে কেউ যেন তার চাহিদা মত তথ্য এখান থেকে পেতে পারে। এ কাজটি করার জন্য আমি সহব্লগারদের সহায়তা পরামর্শ প্রত্যাশা করছি।

আমি চাই এ জিনিসটি করা গেলে তা আমরা দেশব্যাপী প্রসারিত করতে পারবো। সামহয়্যারইনব্লগে অনেক টেকনো পার্সন আছেন। আমি তাঁদরে সহায়তার জন্য আমরা ধারণাটি তুলে ধরতে চাই। ১. সাইটটি হবে বাংলায়। ২. সাইটের ধরণ হবে উইকির মত, কেউ চাইলে লগইন করে যেন তথ্য সংযোজন করতে পারে।

৩. সাইটের এক অংশে ব্লগ থাকতে পারে। এ জন্য ব্যবহারকারীর সাথে অন্যজন যে সম্পর্ক তৈরি করতে ও সমস্যা সমাধানে শেয়ারিং এবং পরামর্শ দিতে পারে। ৪. সকল শ্রেণীর মানুষের জন্য যেন তথ্য থাকে। ৫. সাইটি হবে আর্কষণীয় কিন্তু হালকা, গ্রামে কম ব্যান্ডউইথেও যেন তাড়াতাড়ি খোলে; ৬. সাইটটি হবে ডায়নাসমক, প্রতিদিন যেন অ্যাডমিন তা আপডেট করতে পারে। ৭. সাইটটি নোয়াখালী সংক্রান্ত বিভিন্ন দলিলপত্রাদি আপলোড করার মত অপশন থাকবে।

৮. আমাদরে চিন্তা ছাড়া আর কী কী তথ্য থাকবে? এ চিন্তাগুলো আমরা প্রাথমিক ভাবে করেছি। এ সাইটি তৈরি ও প্রাসঙ্গিক বিষয়ে আমি সকলের পরামর্শ ও সহায়তা চাচ্ছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.