- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -
কবিতা-লেখার-নেশায় বুদ হয়ে আছি
প্রতি শব্দে শব্দে কবিতা খুঁজে ফিরি
শব্দ সাজাই জীবন, মৃত্যু- ভালোবাসার!
জীবন কেটে যায় মৃত্যুর পথ চেয়ে
ভালোবাসা অপেক্ষায় ব্যাঘাত ঘটায়
জীবনের প্রতি তাই মায়া বেড়ে যায়-
"মরিতে চাহিনা এই সুন্দর ভুবনে
ভালোবাসার মাঝে বাঁচিবার চাই।"
হঠাত্ করেই সবমোহ কেটে যায়
বাস্তবতা রূঢ়ভাবে টেনে নামায়
ভালোবাসা বলে তার সময় নাই
রক্তমাংসের মানুষ আর খুঁজি না
তাদের ভুলে আপন মনে পথ হাঁটি
মৃত্যুকেই শুধু ভালোবাসতে শুরু করি
জানি সে কখনো আমায় ফেরাবে না-
একদিন জড়িয়ে নেবে তার বাহুবন্ধনে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।