আমাদের কথা খুঁজে নিন

   

কবিতা ‌দমের ‌মৃত্যু'

আমি কাক নই, আমি মানুষ...

জীবনের অর্ধেক সময় অপেক্ষায় কাটিয়েছি। এই তো মাত্র দু‘সেকেণ্ড আগে জলে ডুব দিলাম। আচ্ছা তোমার কী ভালোবাসতে ইচ্ছে করে না? একটা ছাড়পোকার উপর ভর করে কবিতা লিখছি। দু‘টো গাং পাখি বার্ডফু ভাইরাসে আক্রান্ত। আচ্ছা তুমি এতো বদলে গেলে কীভাবে? ইদানিং বারো চাকার বাস বেরিয়েছে।

দু‘টো ছাগীকে দেখলাম ক্ষমতার রশি টানাটানি করতে। আচ্ছা বলতো লোভ আর লোভীর মধ্যে পাথক্য কী? শুনেছি উকুনেরও প্রেম হয়; রক্তচোষারও বিবেক থাকে। সংবাদের শিরোনামে আবারও দুটো বলদের ছবি। আচ্ছা তোমার ভালো নাম কী? ইদানিং আমার বিবেক জাগ্রত হয়েছে। একপা আসমানে তুলে বিবেকের কাবাডি কেলি।

দীর্ঘ দম নিয়ে বলি কাবাডি... কাবাডি... কাবাডি... দমের মৃত্যুর আগে শেষবার বলি, তোমাকে ভালোবাসি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.