"অবশ্যই আমার নামাজ আমার এবাদাত আমার জীবন আমার মৃত্যু সবকিছুই সৃষ্টিকুলের মালিক আল্লাহর জন্যে।"
তোমার দু হাতে ফুল তুলে দেব এই ছিল সাধ
হাতে নিয়ে হাত আংটি পরাব এই ছিল সাধ
তুমি শুধু বল, ফুল নয়, চাই ভাত দাও ভাত।
আংটিও নয়, ভাতে ভরে দাও আমার দু হাত।
সাগরের তীরে বসব দুজন এই ছিল সাধ
মনে ছিল সাধ তোমাকে দেখাব আকাশের চাঁদ,
তুমি শুধু বল, সাগর চাই না।
আকাশের চাঁদ কী হবে আমার,
একটি পাতার ঘর তুলে দাও, রাতে ঘুমাবার।
মনে ছিল সাধ গজমতি হার
পরিয়ে তোমায় ঘরে নিয়ে যাব
তুমি বলো, দাও ছেঁড়া কাঁথা ছুঁড়ে লজ্জা বাঁচাব।
মনে সাধ ছিল ময়ূরপঙ্খী নায়ে তুলে নিয়ে
সাগরে ভাসব, তুমি দুটি হাত সামনে এগিয়ে
বললে, আমার খেয়া পারাবার কড়ি হাতে নাই
সারাদিন এই পারাপার আছে কিছু কড়ি চাই।
তোমাকে আমার রানী করে নেব এই সাধ ছিল
তোমাকে আমার ঘরণী বানাব এই সাধ ছিল
মনে সাধ ছিল সঙ্গিনী হবে সখের মেলায়
তুমি মেতে গেলে কালো অঞ্চলে ভাত
কুড়োবার মরণ খেলায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।