আমাদের কথা খুঁজে নিন

   

স্কয়ার কাট্



গৌরচন্দ্রিকা ছাড়াই বলা যায়, ক্রিকেটের অনেক টার্মই বেশ গোলমেলে। অনেকটা ঝিকে মেরে বৌকে শেখানোর মতো। যেমন ধরুন - নেলসন। এই শব্দটির চাপিয়ে দেয়া অর্থ ১১১ রান। বিখ্যাত ইংলিশ নাবিক নেলসনের একচোখ এবং এক হাত থাকার কারণে ধরে নেয়া হয়েছে যে, তার সবকিছু (?) একটি করে।

সেই অযৌক্তিক প্রসঙ্গটি ক্রিকেটে ঢুকেছে ১১১ রানের কাঁধে ভর করে। তেমনি ২২২ রানকে ডাবল নেলসন নামে আখ্যায়িত করা হয়। ব্যাকফুটে ভর করে ফাস্ট বোলারদের শর্টপিচ বোলিংকে উইলোর কাঠ দিয়ে একশো আশি ডিগ্রি এঙ্গেলে খট করে খোচা মারার কেতাবি নামই স্কয়ার কাট। এই খোচা মারতে পারাটা যেন তেন ব্যাপার নয়, মারতে পারলে শিউরে উঠে পুরো মাঠ। সবাই বলাবলি করে, দেখলে হে সুজন, ক্যায়সা কাট? এক্কেবারে র‌্যাম্বু সিরিজের মতো মার মার, কাট্ কাট্।

বলিহারি ব্যাটসম্যানের আছে ডাট্। স্কয়ারের আভিধানিক অর্থ এতো বেশি, অভিধান ঘেঁটে এর শাব্দিক তরজমা বের করার সুযোগ কম। কাট্ দিয়ে বোঝা যায়, বলের একপাশে আঘাত হানা। কিন্তু গোলাকার বলের একপাশে বর্গাকারে কিভাবে আঘাত হানা যায়, তা নিয়ে মৌলিক প্রশ্ন তোলা যায়। মাগার কোনো লাভ নেই।

কারণ ভাষাবিদরা যদি সোনারপাথর বাটি বানাতে পারেন, তাহলে একপার্শ্বীয় আঘাতকে ক্রিকেট আইনজ্ঞরা কেন স্কয়ার কাট্ বানাতে পারেন না? অতএব, সেই অমৃত বচন স্মরণ করুন : বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। ফাস্ট বোলারের ব্যাড বলকে শায়েস্তা করার জন্য ব্যাকফুটের যেসব স্বীকৃত কারুকাজ (কাট্) রয়েছে, ওগুলোর মধ্যে স্কয়ার কাট্ সবচেয়ে সাধারণ। যে শর্ট পিচ বল অফ স্ট্যাম্প সীমান্ত দিয়ে ছুটে চলে তাকেই স্কয়ার কাটের শিকার বানাতে হয়। ব্যাটসম্যান সাধারণত পয়েন্টের দিকেই বলটি পাঠান। ডান পায়ের ওপর ভর রেখে বলের উপরি ভাগে ব্যাটটি হালকাভাবে ছুইয়ে দেন।

এতে বলটি আকাশে ভাসার মওকা পায় না। আর ফিল্ডাররাও ক্যাচ বানাতে পারেন না। বলটা পয়েন্ট দিয়ে বাউন্ডারি পানে ছুটে চলে। অবশ্য স্কয়ার কাটের আরেক জাত ভাই লেট কাটে বল স্লিপ ও গালির মধ্য দিয়ে বাউন্ডারির দিকে এগোয়। স্কয়ার শব্দটি ন্যায়সঙ্গত অবস্থাও নির্দেশ করে।

তাই স্কয়ার কাটকে ন্যায়সঙ্গত টোকা বলা যায় কিনা সে ব্যাপারে আলোচনা হতে পারে। আবার নাও হতে পারে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.