আমাদের কথা খুঁজে নিন

   

তুমি, হঠাত্‌, মনের ঘরে

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

তুমি আষাঢ়েও তুমি, শ্রাবণেও তুমি, বরষায় তুমি, নয়নেও তুমি; ঝরাও অশ্রু শীত কিংবা গ্রীষ্মে, কতরূপে তুমি হাজারো দৃশ্যে। হঠাত্ তোমায় নিয়ে কতকিছু, ভাবতে বসি যখন আমি; ঠিক তখনি হঠাত্ এসে, দরজার কড়া নাড়ো তুমি। আমি ভাবি হুট করে আজ, কে এলো এই অবেলায়; দেখি তোমার মিষ্টি মুখ, হাসিতে ঝলকায়। মনের ঘরে মনের ঘরে লাগলে হাওয়া, যায়না এ মন খুঁজে পাওয়া; সেই মন আজ তোমার ঘরে, চুপটি করে বসত করে। ভালবাসার আসন পেতে, আনন্দেতে রয় সে মেতে; সুখ দুঃখের আলো ছায়ায়, কাটায় জীবন ভালবাসায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.