তোমায় আমায় অন্তমিলে বৃথাই খুঁজেফেরা। ।
তুমি যদি বল আমায় আকাশের সূর্যের দিকে
ঠাঠা দুপুরে তাকিয়ে থাক,
আমার কোন আপত্তি নেই প্রিয়তমা।
এভারেষ্টের চুঁড়ায় বসে ত্রিশঙ্কু ধ্যানে থাক সহস্রকাল,
বিশ্বাস কর সভ্যতার নষ্ট আবরণ ছিঁড়ে ফেলে
ব্যাঘ্র চম্র পরে ঠিক ই রওনা করবো হিমালয়ের দিকে । ।
বীর্যবান হারকিউলিসের মত ধরীত্রির ভার নিতে বল,
তিল পরিমান শক্তি অবশিষ্ট থাকা অবধি
প্রাণপন যুঝে যাব অমি। ।
এক চুমুকে মহাসাগর কে মরুভুমি বানিয়ে দিতে বল আমায়,
একটুও গাঁই গুঁই করব না । ।
পরিযায়ী পাখীদের মত বিরামহীন ভেসে বেড়াতে বল
রবিন্দ্রনাথ কে নিয়ে বেড়িয়ে যাব অজানা র উদ্দেশ্যে।
।
প্রিয়তমা আমার,
শুধু বল না অপলোকে তোমার পানে তাকিয়ে থাকতে,
স্বর্গের অপ্সরার দিকে তাকিয়ে থাকার শক্তি দেননি বিধাতা আমায়। ।
----------------------------------
জাশফ, ২৮ এ জুন, ২০০৭।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।