আমাদের কথা খুঁজে নিন

   

স্বাধীন ও সার্বভৈাম বাংলাদেশে বাইরের চাপ বা হস্তেক্ষেপ কাম্য নয়



ভারতের পররাষ্ট্র সচিব শিবশংকর মেনন আজ বুধবার Creating a South Asian Community: India-Bangladesh Relations’ বিষয়ক আলোচনায় বলেেছন ভারত চায় বাংলাদেশের জনগন এবং রাজনেতিক দলগুলি নিেজরা আলোচনার মাধ্যমে বর্তমান সমস্যার সমাধান করুক, বাইরের চাপ বা হস্তেক্ষেপে নয়। তিনি আরো বলেছেন, ভারত বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৈামত্বের প্রতি শ্রদ্ধাশীল । "I wish to reiterate that India fully respects Bangladesh's independence and sovereignty… A peaceful, stable, democratic, secular and prosperous Bangladesh is in India's own national interest." thanks শিবশংকর মেনন। বাংলাদেশ স্বাধীন ও সার্বভৈাম দেশ। আভ্যন্তরীণ বাপারে বাইরের চাপ বা হস্তেক্ষেপ কোনভাবে কাম্য নয়।

বাংলাদেশের ক্ষমতার রাজনীতির কারণে গনতন্ত্র আজ হুমকির মুখে। দেশে জরুরী অবসহা । এঅবস্হায়, সরকার, রাজনীতিবিদ, জনগণ এবং গনমাধ্যম কে খেয়াল রাখতে হবে যাতে আভ্যন্তরীণ বাপারে বাইরের কেউ নাক গলােত পারে। আর এ অবস্হায় দেশের সম্পদ বিনিয়োগের নােম যাতে কেউ লুন্ঠণ করে না নিতে পারে সে ব্যাপারটিতে সকলের গুরুত্ব দেয়া অতীব জরুরী। Mittal group বাংলাদেশে ২.৯ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে।

এটা ঘোলা পানিতে মাছ শিকার করা না-তো ? মি. শিবশংকর মেনন এখানে আপনার দেশের অবস্হান কী ?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.