বাংলা স্বাধীন হওয়ারও ১৩ বছর আগে, ‘তোমার আমার’ ছবিতে খল চরিত্রে তার আবির্ভাব। এর পরের অর্ধশতক দর্শক তাকে দেখেছে একজন নায়ক হিসাবে। তাদের হৃদয়ে অভিনেতা আনোয়ার হোসেন ঠাঁই পেয়েছেন বাংলা চলচ্চিত্রের ‘মুকুটহীন নবাব’ পরিচয়ে।
বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এই অভিনেতার। তার বয়স হয়েছিলো ৮২ বছর।
২০০৯ সালের সেপ্টেম্বরে রাজধানীর ক্রিসেন্ট রোডের বাসায় বসে আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন তার দীর্ঘ অভিনয় জীবনের অভিজ্ঞতার কথা, চলচ্চিত্র নিয়ে তার ভাবনা, আশা-হতাশার কথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পাঠকদের জন্য সাক্ষাৎকারটি পুনঃপ্রকাশ করা হলো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।