আমিনুর একটি ছেলের নাম। সে এবার এইচ এস সি পরীক্ষা দিয়েছে। সে দৃড় ভাবে বিশ্বাস করে সে এ+ পাবে। কিন্তু আমিনুরের পড়াশুনা আর মনে হয় চালিয়েনিয়ে যাওয়া সম্ভব নয়। কারণ তার মাতাই হচ্ছে সংসারের একমাত্র আয়ক্ষম বেক্তি।
তারা পিতা গুরুতর অসুস্থ। এখন সংসার খরচ চালানো জন্য আমিনুরকে সংসারে মায়ের সাথে হাল ধরতে হবে। আমিনুরের কিছু যোগ্যতা আছে। সে খুব ভাল কম্পি্উটার জানে। (অফিশিয়াল কাজের জন্য যতটুক দরকার) বাংলা এবং ইংরেজিতে তার টাইপং স্পিড প্রায় ৩০।
সে চাইলে ছোট খাট চাকুরি করতে পারে তাহলে তার পড়াশুনা বন্ধ হয়ে যাবে। তার উপযোগী কোন পারটাইম চাকুরি যদি সে পায় তাহলে আমিনুর তার স্বপ্নকে লাল করে বেচে থাকতে পারবে এবং তার পরিবারও সম্ভব্য বিপর্যয় থেকে রক্ষা পাবে। ব্লগ পরিবারের বন্ধুরা যদি পারেন সাহায্য করবেন।
০১৯১৪৭৯৯৭২৬ এটা আমিনুরের মোবাইল নম্বার। তার মা পিজি হাসপাতালে আয়ার চাকুরি করে।
তারা থাকতো শাহবাগ পিজির টিনশেড কলনিতে। এই পুরা টিনশেড কলনিটি অবৈধ। বর্তমান সরকার অনেক অবৈধ স্থাপনার মত এই কলনিটিও ভেঙ্গে দিবে আগামি মাসের প্রথম সপ্তাহে। এখন বর্তমানে এখানে পানি ও বিদ্যুৎ বন্ধ আছে। অচিরেই গ্যাসও বন্ধ করে দিবে।
তার মা যা বেতন পায় (৫০০০) তাদিয়ে বাইরে বাসা নিলে ৩০০০/৩৫০০ টাকা শুধু ভাড়াতেই চলে যাবে। আমিনুরেরা দুই ভাই। আমিনুর বড়। দুই ভাইয়ের পড়াশুনার খরচ সংসার খরচ সবকিছুই কিভাবে সম্ভব এই টাকায়। তাই বাধ্য হয়ে তাকে চাকুরি করতে হবে।
সে আপনাদের কাছে হাত পাতে কিছু চাচ্ছেনা। সে কাজ চায়। সে যতটুকু পারে। তার উপযোগী কাজ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।