আমাদের কথা খুঁজে নিন

   

অতপর আমি একটা চাকুরি পাইয়াছি...

ঝর্ণার পাশে বাড়ি/ জলের তেষ্টায় মরি/ জীবনের খেলাঘর/ বেঁধে যাই নিরন্তর। গত ৯ জুন আমি একটি প্রতিষ্ঠানে আরবী সাহিত্যে লেকচারার হিসেবে যোগদান করলাম... পাশ করার ৬ বছর পর কপালের শিকা ছিড়ল। এখন আমি ব্যানবেইজের কাগজ পত্তর যোগারে ব্যস্ত দিন কাটাইতাছি। চেষ্টা চলতাছে জুলাই যদি সরকার কোন এমপিও দেয় সেইটা ধরার। কেন যে এত এত কাগজ লাগে।

সরকার এইটারে ডিজিটাল বানায়না কেন? ভার্চুয়াল মন্ডা মিঠাই দিয়া হুদাই আপনাদের জিহ্বারে কষ্ট দিমুনা। মানি পেমেন্ট অর্ডার পাইলে অফলাইন মিষ্টি পার্টি দিমুনে। [কানে কানে কই আমার গ্রামের বাড়ীর নেট স্পীড ছবি আপলোডানোর জইন্য খুবই আরামদায়ক। ঘুম আসিয়া যায়। ] সবার কাছে দোয়া চাই।

বিশেষ কৃতজ্ঞতা... ব্লগার হুপফুলফরইভার, জামিনদার এবং শিপু ভাই। এছাড়াও আমি কৃতজ্ঞ আমার ইউপির সাবেক চেয়ারম্যান এডভোকেট নুরুল আলম ও পাশের ইউপির সাবেক চেয়ারম্যান, আমার স্যার জনাব বদরুল ইসলাম কাছে। তাদের নমর্থন ছাড়া প্রতিষ্ঠান সভাপতি আমাকে পরীক্ষায় ফাস্ট হলেও নিতেন কিনা ভয় ছিল! সুহৃদ ব্লগার বন্ধুদের কাছে দুয়া চাই সামনের দিনগুলোর জন্য... ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।