আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুস্পের হাসি
পুরো নাম বনশ্রী হালদার। আমি ডাকি বনো। যদিও ওর ডাক নাম এ্যানি, কিন্তু আমি বনোতেই খুশি। ভারসিটিতে ভর্তি হবার পর থেকেই বনো আমার বন্ধু। ভর্তির পর আমি যখন সাংবাদিকতা শুরু করলাম তখন থেকেই বনো আমাকে বলতো, সুজন, আমাকেও নে না সাংবাদিকতায়।
আমি বলতাম, দেখবো। তুই অপেক্ষা কর।
এভাবেই কেটে গেলো একটা বছর। আমরা যখন সেকেন্ড ইয়ারে তখন রাজশাহী থেকে বের হওয়া শুরু হলো সাপ্তাহিক পত্রিকা উতসভূমি। পত্রিকা বের হবার আগে আমি বনোকে ডেকে কাজের কথা বলতেই ও রাজি।
যোগ দিলো আমাদের সাব-এডিটর হিসেবে।
বনোর বাড়ি রাজশাহীতেই। ও আমাকে খুব ভালোবাসে। মুখ দেখেই বুঝে নেয় আমার মন খারাপ। তারপর মন ভালো করেত করে যায় আপ্রাণ চেষ্টা।
ওর চেষ্টার কাছে হেরে যায় খারাপ মন। বলেন, এমন ভালো বন্ধু থাকলে কি আর মনটা খারাপ হবার চান্স পায়?
বনো, আমার বন্ধু, আমার ৪ নাম্বার বউ, সারজীবন আমাকে ভালোবেসে যাস এভাবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।