|শৈল্পিক সৌন্দর্যের লীলাভূমি|
রাত্রি গভীর হলে খুঁঝে ফিরি সাহসী সে হাত
যে হাতের মুঠোর পরে আবদ্ধ সোনালী প্রভাত
আদরের হাত খানি কতদিন পড়ে কপালে
এই তুমি, বাবা! তুমি আমার আড়ালে
চিরকাল চিরদিন শাশ্বত আমার জীবনে
সুন্দর সৃষ্টির স্রষ্টা হৃদয় গহীনে।
বাবা মধু নাম
আরাধ্য বাবাকে জানাই হাজার প্রণাম
এ জীবন, জীবনের বীজ যার হাতে বোনা
মাটিতে ফলালো যিনি নিখাদ সোনা
অবেলায় তারা ঘরে বোঝা হয়ে রয়!!!
জীবনের প্রতিদানে কত জ্বালা সয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।