ফান e গল্প। ১৩৫টি গল্প, ১৩৫ স্বাদের, ১৩৫ রকম হাসির। প্রচ্ছদ : আহসান হাবীব। পাওয়া যাবে : ঐতিহ্য (স্টল নং : ১৬৬-৬৭-৬৮) ও উন্মাদ (স্টল নং : ৫৬৪-৬৫) প্রকাশনীতে।
পত্রিকায় নিখোঁজ সংবাদ প্রকাশ হইয়াছে,
'বাবুই নামের দশ-বার বছরের একটি ছেলে হারানো গিয়াছে।
'
নামট মিল হইলেও বয়সটা বিস্তর তফাত।
তারপরও সারাদেশ হইতে আমার গুটিকয়েক বন্ধু এবং বান্ধবী
মুঠোফোনে ব্যস্ত হইয়া পড়িল।
খবরটা আমি জানিলাম শুভ্রার নিকট হইতে। তখন ভোর সাতটা বেজে তের মিনিট। (সময়টাকে সকাল বলিলাম না এই কারণে যে, রাত জাগার কারণে আমার সকাল হয় দুপুরের পর।
)
-হ্যালো, আপনি নাকি হারাইয়া গিয়াছেন?
হু উ...!
-বলি, আপনার নামে নিখোঁজ সংবাদ প্রকাশিত হইছে।
তাই নাকি? ঘুমচোখে আমি বেশ অবাক হই।
-তা ছাড়া আর বলছি কী? পত্রিকায় বলেছে সন্ধানদাতাকে দশ হাজার টাকা প্রদান করা হইবে।
মারছে আমারে! এত টাকা! ইচ্ছে হইতেছে সত্যি সত্যি হারাইয়া যাই!
শুভ্রাকে বলিলাম, তা তোমার বুঝি টাকা পয়সার খুব টানাটানি চলছে?
-কেন, আমি জাস্ট আপনার খোঁজ -খবর নিচ্ছিলাম। এই বলে রাগ করে শুভ্রা ফোনের লাইন কেটে দিল।
সকাল দশটা বাজতে না বাজতে আমি গোটা পঞ্চাশেক ফোন পেলাম।
যদিও আমার বয়স দশ-বার নয়, তারপরও হারাইয়া গিয়াছি শুনিতে শুনিতে নিজেকে ওই বয়েসি বালকই মনে হইতে লাগিল।
আয়নার সামনে দাড়াইয়া মুখে খোঁচা খোঁচা দাড়ি দেখিয়া ভ্রম ভাঙিল।
বাধ্য হইয়া মোবাইল ফোনটা বন্ধ করিয়া রাখিলাম। কারণ আমার বন্ধু-বান্ধব এবং স্বজনদের বোধকরি দশ হাজার টাকা খুব বেশি দরকার।
গোপন একটা গোস্বা আসিয়া মনের ভিতর দামামা বাজাইতে লাগিল।
ফতুয়াটা গায়ে জড়াইয়া পত্রিকা অফিসের দিকে চলিলাম।
দুশো টাকা খরচ করিয়া আরেকটা বিজ্ঞাপন দিব বলিয়া।
বিজ্ঞাপনের কথাগুলো এরকম হবে...
'বাবুই নামের এক সদ্যযুবক পত্রিকায় এই বিজ্ঞাপনটি প্রকাশ হইবার পরপরই মইরা গেছে। তাহার গায়ের রঙ উজ্জ্বল কালো!
মুখে খোঁচা খোঁচা দাঁড়ি।
যদি কোনো হৃদয়বান পুরুষ অথবা হৃদয়বতী নারী তাহার মৃতদেহের সন্ধান পাইয়া থাকেন তাহলে দয়া করিয়া প্রাপ্তিস্বীকার করিয়া পত্রিকায় একটি বিজ্ঞাপন দিবেন।
কারণ সদ্য এক যুবকের দশ-বার বয়স হইয়া হারাইয়া যাইবার চাইতে মরিবার আগে মইরা যাওয়াটা অধিকতর শ্রেয়!'
ব্লগবনন্ধুগন, বোধকরি আপনারা আমার এই মতের সঙ্গে একমত হইবেন!! কী, হইবেন না???
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।