আমাদের কথা খুঁজে নিন

   

নজরুলের চুলের ভেতর বারুদের গন্ধ ছিল

অর্জুনের পদ্য

লাখ লাখ পোকা তরবর করে উঠে যায় মাদারীর গা বেয়ে শোয়োরা বারুদের আদর ছেড়ে স্তনের কাছাকাছি ঘুমিয়ে পরে আবাসন প্রকল্পের নাম নিয়ে মৃতাবসান এক সুন্দরী তখনও... লাল টুকফুকে এক গাড়ির ভেতর শোয়ো বসে থাকে পালাবে বলে এক পালাকারের আয়োজন বৃথা যায় বৃন্দাবনের কুঞ্জসখীরা দু'পায়ের ফাঁকে ফাঁকে অস্থির হয়ে থাকে পালাকার দীলিপ কর্ম সমাপ্তির শেষে হেলে পরে শহরের বিপথে লাল গাড়িরা সাজে কুরবানির গরুর মতো পথেÑ নজরুল মানদণ্ড হাতরায় চুলের ভেতর বারুদের গন্ধ ছিল বলে বেপাড়ায় যায় অলংকরণ- ধ্রুব এষ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।