বহুরুপী
ছোটবেলায় একবার খেলনা পিস্তল কিন্যা দেয় নাই বইলা গ্লাস ও প্লেট ভাঙছিলাম। তাতে বাপে আমারে পিস্তল তো কিইন্যা দেয়ইনায়, উল্টা দিছিলো দুইট্যা থাপ্পর।
জবানবন্দিতে বাবর কইছে কোকোর সুপারিশের প্রকল্প তার মায় না মানলে সে তা ক্যান্টনমেন্টের বাড়ির আসবাব একবার ভাঙ্চুর করছে। কোকোর রাগ দেইখ্যা খালেদা কোকোর সুপারিশ মাইন্যা নিছিলো আর তাতে কোকোর আয় হইছিল কয়েক মিলিয়ন ডলার।
আমি খাইছিলাম দুইডা থাপ্পর আর কোকো পাইলো মিলিয়ন মিলিয়ন টাকা।
ব্যাপারটা কেমন হইলো?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।