আমাদের কথা খুঁজে নিন

   

গোলাম আযম : একজন খুনীর প্রতিকৃতি

অতীত খুড়ি, খুঁজে ফিরি স্বজাতির গুলিবিদ্ধ করোটি

স্বাধীনতা যুদ্ধে পাক বাহিনীর দোসর রাজাকারদের প্রধান গোলাম আযম একজন কুখ্যাত যুদ্ধাপরাধী। ১৯৭১ সালের বর্বর গণহত্যা, ৪৫ লক্ষ বাঙালী নারীর ধর্ষণ ও লাঞ্ছনা এবং স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখা শতাধিক বুদ্ধিজীবির নির্মম হত্যাকাণ্ডের পেছনে রয়েছে এই মুখোশধারী দানব। পাকিস্তানী সেনা বাহিনীর গোয়েন্দা সংস্থার আর্কাইভ থেকে পাওয়া এক ছবিতে দ্যাখা গেছে ডান হাত মতিউর রহমান নিজামীর সঙ্গে পাকিস্তানী জেনারেলদের হাতে প্রগতিশীল বুদ্ধিজীবিদের তালিকা তুলে দিচ্ছে সে তাদের হত্যার জন্য। স্বাধীন বাংলাদেশে চরমপন্থী ইসলামী মতাদর্শের গুরু মানা হয় তাকে। ৭০ হাজার রাজাকার, আল-বদর, আল-শামসের নেতা ছিল সে।

(নিউইয়র্ক টাইমস, ৩০ জুলাই, ১৯৭১) গণহত্যা চালাতে চালাতে ক্লান্ত হয়ে পড়া পাকিস্তানী সেনাবাহিনী এক পর্যায়ে ভার কমাতে সিদ্ধান্ত নেয় সহযোগী একটি বাহিনী সৃষ্টির। অবাঙালী মুসলমান ও ডানপন্থী ইসলামিক দলগুলোর বাঙালী দালালদের তালিকা বানিয়ে তাদের সশস্ত্র প্রশিক্ষণ দেয়া হয় এজন্য। আল-বদর ও আল শামস নামের এই আধা-সামরিক বাহিনী শুধু তথ্য জোগানোর দায়িত্বই পালন করেনি, বাঙালী হত্যায় সক্রিয় অংশ নিয়েছে পাক বাহিনীর চাপ কমাতে। ১৯৭১ সালের জুন মাসে সিডনি শ্যানবার্গ এসব বাহিনীর ওপর একটি প্রতিবেদন লিখেছিলেন, যাতে বলা হয়েছে "গোটা পূর্ব পাকিস্তান জুড়ে সেনাবাহিনী আধা-সামরিক একটি বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলছে, নয়তো সশস্ত্র করছে তাদের অনুগত নাগরিকদের যাদের অনেকেই শান্তি কমিটি গঠন করেছে। বিহারি ও অন্যান্য উর্দুভাষী অবাঙালী ছাড়াও এসব বাহিনীতে অন্তর্ভূক্ত করা হয়েছে গোলাম আযম, মতিউর রহমান নিজামীর জামাতে ইসলামী ও মুসলিম লিগের মতো ডানপন্থী ইসলামিক দলগুলোর সদস্যদের।

এসব বাঙালী মুসলমানরা সংখ্যায় কম হলেও সেনাবাহিনীর কর্মকাণ্ডে প্রত্যক্ষ সমর্থন দিয়েছে। একত্রিতভাবে এসব বাহিনীকে 'রাজাকার' বলা হয়। বাঙালি জনপদে এসব বাহিনী রীতিমতো ত্রাসের রাজত্ব কায়েম করেছে। স্থানীয় হওয়ায় গণহত্যায় পাকিস্তান সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে প্রতিভাত হয়েছে এরা। ‍‍" জুন মাসেই পুলিতজার জেতা সাংবাদিক সিডনি শ্যানবার্গ বিভিন্ন শহর থেকে প্রত্যক্ষদর্শীদের বয়ানে বেশ কিছু প্রতিবেদন পাঠান নিউইয়র্ক টাইমসে।

জবাবে পাকিস্তানী সেনাবাহিনী ১৯৭১ সালের ৩০ জুন তাকে দেশত্যাগে বাধ্য করে। (চলবে) এইটাও পড়ে দেখতে পারেন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.