ব্লগের আমি ব্লগের তুমি ব্লগ দিয়ে যায় চেনা
তাসনিম নুসরাত, আপনার কোনো লেখায় আমি মন্তব্য করেছি কি না মনে করতে পারছি না। তবে কিছু কিছু পড়েছিলাম।
গতকাল কারো একটা পোস্টে (সম্ভবত এস. এম. মাহবুব মুর্শেদের) লিখেছিলাম, চোরের ওপর রাগ করে মাটিতে ভাত খাওয়ার কোনো মানে নেই। অনেকে যেমন রাগের মাথায় তিন তালাক বলে, তা-ও এই জাতের কাজ বলে আমার ধারণা।
আমার কথা পরিষ্কার।
এই পৃথিবীতে পারফেক্ট বলে কিছু নেই। এই ব্লগে আপনার-আমার অপছন্দের অনেককিছু হয়, হচ্ছে এবং হবে। তাই বলে নিজের জায়গা অভিমানবশে ছেড়ে দিতে আমি অনিচ্ছুক। আপনাকেও ভেবে দেখতে বলি।
এটুকু জানবেন, কোনো জায়গা শূন্য পড়ে থাকে না।
আপনি-আমি জায়গা ছেড়ে দিয়ে চলে গেলে তা পূরণ করতে যারা আসবে তারা আমাদের খুব পছন্দের না-ও হতে পারে। আমি সাধ্যমতো লড়ে যাওয়ার পক্ষে। আপনি?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।