টুকিটাকি ভাবনাগুলো
১১ তারিখ মধ্যরাতে সাংবাদিক ও ব্লগার তাসনিম খলিলকে যৌথ বাহিনী তার বাসার সামনে থেকে গ্রেফতার করে নিয়ে যায়। তিনি ডেইলি স্টারের সাংবাদিক এবং একাধারে সিএনএন ও হিউমান রাইটস ওয়াচের প্রতিনিধি। তিনি এই ব্লগেও লিখে থাকেন (লিন্ক দেখুন)। তার ইংরেজী ব্লগ এখানে।
সম্প্রতি তার কয়েকটি বলিষ্ঠ প্রতিবেদন আন্তর্জাতিক মাধ্যমে প্রকাশিত হওয়ার ফলে বিশেষ মহল তার প্রতি ক্ষুব্ধ হয়েছেন এবং তার প্রতিক্রিয়ায় এই গ্রেফতার কিনা সেটা হয়ত সময়ই বলবে।
যেহেতু তিনি আন্তর্জাতিক সংস্থার সাথে জড়িত এটি বাংলাদেশের বদনাম ডেকে আনবে।
আমি কোন নির্দিষ্ট অভিযোগ না থাকলে তার আশু মুক্তির দাবী করছি। আশা করি আপনারাও তার মুক্তির ব্যাপারে যতটুকু সম্ভব করবেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।