[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/
সেদিন টিভির এক টক শো তে দেখছিলাম এক আর্মি হত্তাকর্তা এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় অনেক স্বাধীনতা খর্ব কেনো ধরনের এক প্রশ্নের উত্তরে্ বলছিলেন , তারপরো তো এই সব টক শো করতে পারছেন , পত্রিকায় আর খবরে অনেক কিছু দেখাতে পারছেন , যেগুলো জরুরী অবস্থায় থাকার কথা নয় (খেয়াল করে থাকার কথা নয়)...এই ধরনের বক্তব্য শোনার পরে শাকে ঢাকা মাছ দেখতে লাগেনা। ........
সবাই বোঝে , তবুও কেউ আশায় আর কেউ ভয়ে আর কেউ নিরুপায় স্বার্থে বলে যাচ্ছে ...ভালো কিছুর জন্য তো একটু ত্যাগ স্বীকার করতেই হবে.......................কিন্তু সেই ভালোর নির্যাস কোথায় গিয়ে সুবাস ছড়াবে নাকি সময় তাকে পঁচিয়ে গাঁজনের গন্ধ বার করবে .........................বুঝতে বেশ কষ্ট হয়। .......
আর তাই একজন ব্লগার একজন সাংবাদিক তাসনিম খলিলের গ্রেফতার সংবাদে শংকিত হই।
অহেতুক নাজহাল করার মানসে বা জলপা্বি শক্তি প্রদর্শনের হীন উদ্দেশ্যে যদি গ্রেফতার হয়ে থাকে অবশ্যই তার আর সব গুনগ্রাহীর সাথে প্রতিবাদ জাননোর ইচ্ছে তো হবেই। ....
তবে পত্রপত্রিকায় খবরটার কোন রিভিউ নেই কেনো ..অবাক হলাম। ....
আরেকটি কথা ....দ্রাবির ভাই যে কাজটি করছেন ব্লগের সবার স্বাভাবিকতা রুদ্ধ করে তাতে হরতালের আভাস দেখতে পাচ্ছি , কেনা জানিনা। পারলে কতৃপক্ষকে বলে একটা প্রতিবাদ পোষ্ট স্টিকি করার ব্যবস্থা করেন ......সেটাই বেটার...
স্বাভাবিকতা বর্জন করে প্রতিবাদ করতে গেলে দেশের মতো তা ভবিষ্যতে ব্লগে দূণীতির ছায়া ফেলতে পারে।
ধন্যবাদ
আর বিস্তারিত জানার আগ্রহ প্রকাশ করলাম। কেউ জানলে বিস্তারিত আশা করি ব্লগে সবার দৃষ্টি গোচর করবেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।