আমাদের কথা খুঁজে নিন

   

আগামী ২৪ ঘন্টা ব্লগ হোক তাসনিম খলিলের গ্রেফতারের প্রতিবাদে সোচ্চার



দেশকে নিয়ে অনেক গর্ব আমাদের। স্বপ্ন আমাদের। কিছু ক্ষমতালোভীর স্বেচ্ছাচারিতার কাছে আমরা জিম্মি করতে পারি না আমাদের স্বপ্নকে। আমাদের মুক্তচিন্তার, স্বাধীনতার অধিকারকে। বর্বর, মধ্যযুগীয় আচরণকে মেনে নিয়ে বাংলাদেশের ভাবমূর্তি ধূলিস্মাত্ করতে পারি না।

শুধু সত্য প্রকাশের জন্য, শুধু সাংবাদিক হওয়ার জন্য কেন তাসনিম খলিলকে আটক করবে সেনাবাহিনী? একজন তাসনিম খলিলের চেয়ে সেনাবাহিনীর এক কর্মকর্তা দেশের জন্য বেশি কি করছে? আমরা কি মধ্যযুগে বাস করি যে আমাদের মত প্রকাশের অধিকার থাকবে না। তথ্য জানার অধিকার থাকবে না। এই গ্রেফতার এরকম আরো প্রশ্ন, আরো বিষয়কে সামনে নিয়ে আসে। সেই বিষয়গুলো নিয়ে লিখুন। সহব্লগার তাসনিম খলিলের প্রতিবাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে জানিয়ে দিন যে পৃথিবী অনেক বদলে গেছে।

অন্য পোস্ট আমরা দিতে পারবো অনেকদিন। আজকের পোস্টের বিষয় হোক: ১. সেনাবাহিনী ২. সংবিধান ও জনগণের অধিকার ৩. তাসনিম খলিল ও তার রিপোর্টিংয়ের বিষয় ৪. তথ্যের অধিকার ও এই শতাব্দী। এসব বিষয়ে মিনি-প্রবন্ধ হতে পারে, হতে পারে ফিচার, কৌতুক, এমনকি উদ্দীপনামূলক গান হতে পারে, কার্টুন হতে পারে। তবে সবকিছুর উদ্দেশ্য হোক প্রতিবাদ। সংগ্রামী অনুরোধ থাকলো সহব্লগারদের প্রতি।

আসুন প্রতিবাদ করে জানিয়ে দেই, আমরা আমাদের অধিকারের এক কণাও ছাড়তে নারাজ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।