তাসনিম নুসরাতের, আমার ঈশ্বর চিন্তা পোষ্টে ( " সব কিছুই যদি কেউনা কেউ বানায় তাহলে ঈশ্বরকে কে বানালো?".......... উত্তর সে দিন অরূপ পায়নি, এখন জানে কিনা জানিনা, কিন্তু সেই মাথায় ঢুকে যাওয়া কথাটা আজো খুঁজি ,)
বলুন, তিনি আল্লাহ, এক। আল্লাহ অমুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেন নি এবং কেউ তাকে জন্ম দেন নি , তার সমতুল্য কেউ নেই । সুরা এখলাস ।
সুবাহানআল্লাহ , তাসনিম নুসরাতের মতো যাদেরই মনে এই রকম প্রশ্ন আসে। তাদের জন্য কি সুন্দর ভাবে আল্লাহ অনেক আগেই কুরআনের মাধ্যমে উত্তরটা দিয়ে দিয়েছেন।
আল্লাহ আগে থেকেই জানেন , আমাদের মনে কি প্রশ্ন জাগতে পারে।
আসুন আমরা কুরআন অর্থ সহকারে পড়ি , এবং আমাদের অজানা প্রশ্নের উত্তর খুঁজি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।