আমাদের কথা খুঁজে নিন

   

তাসনিম খলিল: সর্বশেষ খবর

টুকিটাকি ভাবনাগুলো

দৃষ্টিপাত ব্লগ জানাচ্ছে: "আজ দুপুর তিনটায় তাসনীমকে তার স্ত্রীর সাথে কথা বলতে দেয়া হয়েছে। " "বাংলাদেশে অবস্থিত এক বিদেশী কুটনীতিক জানিয়েছেন তাকে আজকের মধ্যে মুক্তি দেয়া হতে পারে। তার কর্মস্থল ডেইলি স্টার অথবা বিডিনিউজ২৪ কেউই এ সম্পর্কে কোন খবর ছাপেনি। অথচ ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবিউনের সংবাদে ডেইলি স্টারের অন্যতম সম্পাদক জাফর সোবহানের উদ্ধৃতি রয়েছে। " মনে হচ্ছে সেল্ফ সেন্সরশীপ হচ্ছে।

তবে প্রেস ফ্রিডম ডের এই আলোচনায় বিডি নিউজের খালেদ মহিউদ্দিন বলেছেন তাদের উপর কিরকম প্রেশার আসে। একটি এনোনিমাস মন্তব্য পড়েছে দৃষ্টিপাত ব্লগে: যৌথ বাহিনীর উদ্ধৃতি দিয়ে একজন জানাচ্ছে তাকে ধরা হয়েছে সামরিক বাহিনীর বিরুদ্ধে একটি এসএমএস ক্যাম্পেইন চালানোর জন্যে। তাসনিম নাকি স্বীকার করেছে। তার বস মাহফুজ আনাম যৌথ বাহিনীর সাথে দেখা করলে নাকি একথা জানানো হয়। এই ধরনের এসএমএস কেউ পেয়ে থাকলে জানানোর অনুরোধ রইল।

আমাদের সত্য জানা দরকার পিকল্ড পলিটিক্স ব্লগ (দক্ষিন এশীয় গ্রুপ ব্লগ) লন্ডনে বাংলাদেশ দুতাবাসের সামনে প্রতিবাদের আয়োজন করছে। আমারা দেশের বিভিন্ন পত্রপত্রিকায় প্রতিবাদলিপি পাঠাতে পারি। সাংবাদিক বন্ধুরা আওয়াজ দিন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.