২১শে ফেব্রুয়ারী,
প্রচন্ডভাবে হদয় তোলপার করা,
ভীষন দু:খ-কষ্ট ভরা একটি দিন।
১৯৫২, টুকটুকে মেহেদী প্রিয়ার হাতে
অথচ প্রেমিক পুরুষ রাজপথে,
চাপ চাপ কষ্টে ভেঙ্গেছে হদয়।
বুলেট তো লাগেনি প্রেমিকের বুকে,
লেগেছে কেবল প্রিয়ার সুখে।
অথচ সুখী হয়েছে সবাই,
বোন পেয়েছে ভাষা, সেই সাথে মনের মত বর,
ভাই পেয়েছে ভাষা, সাথে মনের মত ঘর।
সহস্র জনতা পেল মায়ের ভাষা, বাংলাভাষা।
এই হাজার সুখের ভীড়ে প্রিয়ার বড্ড সুখী হতে ইচ্ছে করে,
ফিরে পেতে ইচ্ছা করে প্রেমিককে-
তাই প্রভাতফেরীর দীর্ঘমিছিলে সে নি:শ্চুপ বলে যায়-
তুমি কোথায়? তুমি কোথায়----
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।