কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com
আত্মার আনন্দ-বেদনা এবং উৎসব
জানার কথা প্রিয় জনের, কারণ তারা যে
উৎস একক ঝর্ণার স্রোত এবং জলকণা।
হৃদয় প্রশান্তি ক'জন চেয়েছে, ক'জন পেয়েছে
সে হিসেব জানা আমার পরিধি নয়;
মুখ ফুটে সবাই তো বলেঃ 'ভাল আছি'
অন্য হৃদয় দেখার অযোগ্যতাই রাখি আমি
দুর্বল, সীমাবদ্ধ আর ক্ষুদ্রতাই আমার আমি।
উমলেজের পোড় খাওয়া পাথরের বুকে
আছড়ে পড়া সাগরের ঢেউ এবং
লোহিতের নীরব সুখ আনন্দ দিয়েছিল। তবে
উৎসব জাগাতে পারেনি এ হৃদয়ে
পারেনি তাবুকের টাটকা টমেটু, শশা আর
আঙ্গুরের বাগান, তুলোর মত প্রভাতী বরফ।
ইয়ানবোর 'কোর্ণিশ'-এর সৈকতে উল্লাসিত দ্বিপ্রহর
'রয়েল কমিশন'-এর সারি সারি নারিকেল, বট
নিম, কড়াই, দেবদারু আর তাল-তমাল,
হরিৎ পটে সাজানো ফুলেল ক্যাম্পের ফাঁকে ফাঁকে
কাষ্ঠ বসন, জানালার ধারে 'দুরন্তা'র থোকা
ফুল-সৌরভ আর পানি মেশানো বাতাসে কবিতা-রাত
কখনো শীতের কুয়াশায় ঢাকা জলছাপা ছবি যেন।
না! পারেনি তায়েফের গোলাপ
জেদ্দার উচ্চকিত ফোয়ারা, সমুদ্র বিলাস কিংবা
সাজানো ইমারতে ইট-শুড়কির কারুকাজ;
রিয়াদের গগণচুম্বী টাওয়ার অথবা রাজধানী।
প্রিয়জনের স্নেহ মায়া, ভালবাসা, কাছে পাওয়ার
অমিয় বাসনা, আনন্দ এবং অশ্রু
কতই না বয়ে গেল জীবন বৃক্ষের ডালে, পাতায়
ঝিরিঝিরি কম্পন তুলে নিরব হয়েছে পল্লব।
অলৌকিক উৎসবী মেলা বসিয়েছে হৃদয়ে; আত্মায়
শুধু সবুজ মিনার, সবুজ গম্বুজ আর
ঘুমিয়ে থাকা রাহমাতুল্লিল 'আলামীন।
২৫.০২.২০০২
মদীনা মুনওয়ারা, সৌদি আরব।
ছবির জন্য [link|http://alsinjar.tripod.com/BackGround
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।