আমাদের কথা খুঁজে নিন

   

বেঁচে থাকার নাটাই

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

আমার রোদে পোড়া শরীরে তামুটে সুন্দর একবেলা রাত্রি যাপন অবসরে কৃষ্ণগহবর সে বলেছিল অসাধারণ হতে আর একটু বাকী নিযুত কাল এখন সে অপেক্ষায় বসে থাকি পোড়ো মাটি ঘসি, রক্তের রঙে কষ্টের লাল নীল, কালো, বেগুনী চমকায় মতিভ্রমের কাল এখন দুয়েকফোটা মৃত্যু শিশির নিলাম চুমুক পরশুর আগে শরীরে দগদগে ঘা'য়েরা উঠুক কেঁটে দেব সুতোর বাঁধা বেঁচে থাকার নাটাই আরেককাশে উড়ুক ঘুড়ি বিরহী লাগাম ছাড়াই দীগন্ত থাকে চাঁদের ডাকে মেঘ কোলে জাগা এক ঝটকা বৃষ্টি হয়ে চিরজীবনের মত ফাঁকা রোদ্দুর এলে কতদিন চলে শূণ্যের নীলাম্বরী সন্ধ্যার উঠনে পথ্যি সেবন ঔষধের ছড়াছড়ি তারপরে সবশেষে ছেড়ে দে অশ্রুঝড়ের খেলা অনেক হয়েছে মর্ত্যের বাঁচা বিদায় এই বেলা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.