যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
তোমার আমার মাঝে ইশ্বরের প্রবেশ নিষেধ
বারংবার সংগমে একবারও হয়নি যৌনতা
হবে না কোনদিন, পুরোটাই প্রেম ছিল প্রিয়া
বেশ্যার মাংসের টানে কোন কামে
আমার শরীর জাগেনি, না জাগবে কোন কালে
কতটুকু ভালবেসে তোমায় জাগালে হিয়া
নিশ্চুপ হয়ে যাই অবিশ্বাস দোলাচালে
অনেক বছর যাবে, যাবে অনন্ত শব্দ প্রদক্ষিণ
সুর পাবে ঘিরে, সুখ যাবে নীড়ে সারাদিন
একটা দুপুর পাবে হাতের তালুতে ভোর
রাত্রি পাবে জোৎস্নার শিথিল পোষাকে
হাঁটবে তোমার কোলে বাড়ন্ত শিশু
ছিঁটেফোটা স্মৃতি মুছে যাবে সময়ের প্রতিভাষে
আগুণ হয়ে তাপে, দ্রোহে, রাগে
যোগাযোগের সবটুকু সুতো যাবে ছিড়েঁ
কোনকালে জানবে না তুমি কেউ ছিল নিশ্বাসে
কেউ ছিল দেবীর তলে নত মস্তকে
ইশ্বরে নতজানু, তবু অন্য ইশ্বরে কেন পোতাশ্রয়
দরকার হলো পুজারীর অর্ঘ্য নিতে
প্রিয়া এইটুকু ভালোবাসার যোজন যোজন দূরত্বে
তুমি আমার রইলে জীবনে বহিস্তবন্দরে!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।