আমাদের কথা খুঁজে নিন

   

মনের কথা মন বোঝেনা ৪: কে সেই ... কে?

যার ঘড়ি সে তৈয়ার করে, ঘড়ির ভিতর লুকাইছে

[আগের পর্বটির আনন্দ মাটি করেছে সামহোয়ারের বাসাবদল ... অনেকের কমেন্ট হারিয়ে গিয়েছিল ... তেমন জমেনি ... আশা করি এবার বেশী জমে সেই ক্ষতিপূরণ হবে ... জমবে কিন্তু ব্লগারদের দ্বারাই] [এবারে যেই টেস্টটা দেয়া হবে সেটা আমার দেখামতে সম্ভবতঃ সবচাইতে নির্ভুল বা Accurate সাইকোলজী টেস্ট ... তাই একটা টেরাই দ্যান ] ***************************************** চোখ বন্ধ করে একটু জোরে দম নিন, তারপর দম ছাড়ুন। এখন কল্পনা করুন : আজ অনেকরাত পর্যন্ত কাজ করেছেন। খুব ব্যাস্ত ছিলেন, প্রচুর ধকল গ্যাছে শরীরের উপর দিয়ে। এখন কাজ শেষে ১০ তলা অফিস থেকে বের হয়ে লিফটের সামনে অপেক্ষা করছেন। শরীরে যেমন ক্লান্তির অবসাদ, 'বাসায় ফিরে রস্ট নেয়া যাবে' এই ভেবে মনে তেমনি একটু আনন্দ তো, উপর থেকে লিফট নেমে আসল, দরজা খুলল। আপনার ধারনা ছিল এতরাতে নিশ্চয়ই লিফট ফাঁকাই থাকবে। কিন্তু দরজা খোলার পরপরই আপনি দেখলেন যে লিফটের ভেতরে একজন মানুষ! যাইহোক, দুজনে একসাথে একতালা পর্যন্ত গেলেন এবং তারপর যে যার পথে। প্রশ্ন: ১. কাকে দেখলেন? তার বর্ণনা দিতে পারেন সংক্ষেপে ২. আপনি কি তারসাথে কথা বললেন? অথবা লিফটে সারাটাসময় আপনি কি করলেন। ৩. আবার দেখা হোক এমনটা কি চাইছেন? (অনেক আগে খুব পছন্দের একজন ব্লগারকে জিজ্ঞেস করেছিলাম)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.