সামুর সিনিয়র ব্লগার যারা । ।
************ তাদের প্রতি আমার দিক দর্শন
নুন্যতম ৩ বছর যাবত যারা ব্লগিং করেন তারা বিসিএস ক্যাডার বা
সমমান ছাড়পত্র পাওয়ার অধিকারী । ।
আর যারা ব্লগের শুরু থেকেই আছেন তারা ব্লগ ভিগ নলেজ পাওয়ার
অফ দা অয়াল্ড বা বিশ্ব জ্ঞানের অধিকারী ।
।
ব্লগে প্রতিদিনে প্রায় ১০০০ লেখা পর্যায় ক্ষ্রমে আসে । ।
লেখা সব পোষ্ট হয় বিষয় ভিত্তিক । ।
কেহ মন দিয়ে পড়ে আর কেহ মজা পায় ,লেখা পড়ে কেহ ফুর্তি করে । কেহ গালি দেয়
ব্লগিং জগত এটা ছেলে খেলা নয় এটা শিক্ষার এবং লেখার একটি
শক্তিশালি মাধ্যম । ।
নতুন রা অনেকেই বিনোদন হিসাবে ভাবে , আসলে তা নয় । এই
ব্লগ জাতীয় সংঘ থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত প্রত্যকটা দাপ্তরিক কাজে এর বহুল ব্যাবহার বতাথিত অফিস আদালত , স্কুল ,কলেজ , রাজনীতি সমর নীতি তথা সামাজিক সকল কর্ম কাণ্ড এর মাধ্যমে চলে ।
।
ধর্মীয় রীতিনীতি এবং বাজার ,ব্যাংক ,বিমা , সাধারন মানুষের অধিকার , আম জনতার চাওয়া পাওয়া সবি এ ব্লগ এর মাধ্যমে
বিশ্ব নন্দিত একটা ভাল জানা শুনার কাজকারবার এবং সংবাদ
আনন্দ বেদনার চিত্র এই ব্লগ এর মাধ্যমে আমরা দিক নির্দেশ পাই । ।
আর মানুষের সুখ দুখ আনন্দ বেদনার ছবি এ ব্লগ আমাদের জীবন দ্বারা কে দর্পণের মত এ ব্লগ তার ব্যাবহার আমাদের জ্ঞান
চক্ষু কে শত গুনে পুস্পটিত করে । ।
আমরা যারা নতুন ব্লগার
ঁঁঁঁঁঁঁঁঁঁ
পুরনো ব্লগার ভাইদের লেখা এবং উপদেশ আমরা দিক নির্দেশ
হিসাবে নেব এবং জানব তারা লেখাটি কি উদ্দ্যশ্য লিখল , কেন
লিখক , কেন আবাএ অন্যজন বাধা বা যুক্তি দিল আবার কিভাবে
তা খণ্ডন করল । ।
খবরদার কাউকে অযাচিত ম্নতব্যর জন্য গালি দেওয়া যাবেনা । ।
ভুল হতেই পারে আমরা তাতে রাগান্নিত না হয়ে গঠনমুলক ভাবে
বলব প্লিজ ভাইয়া বা আপু অমুক বিষয়টা একটু দেখবেন কি ।
পৃথিবীর সব ভাষার চাইতে আমাদের বাংলা ভাষা টা খুবই কঠিন
আমরা একে অন্যর সহযোগিতার মাধ্যমে আমাদের বাংলা ভাষাকে আরও সহজ সাবলিল ভাবে উপস্থাপন করব সেটাই
আমাদের জাতী ও দেশের জন্য গৌরব ও সম্মান । ।
নতুন যারা তাদের প্রতি অনুরুধ লেখা পড়া বাদ দিয়ে শুধু ব্লগ নিয়ে বসে থেকনা । । জীবনের শরবোৎক্রিস্ট সময় কে কাজে
লাগাও এবং অবসর সময়ে ব্লগে এস ।
।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।