আমি অবিভক্ত বাংলায় সাহিত্য-সংস্কৃতি ও চিন্তা-চেতনায় নবযুগের প্রাণসঞ্চারী ঊনিশ শতকের ‘রেনেসাঁকে’ উৎসর্গ করা হচ্ছে এবারের মেলা।
বইমেলার আয়োজক সংস্থা ‘পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডে’র সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানিয়েছেন।
ত্রিদিব বলেন, “বই মেলার সময়টাতেই বিখ্যাত অনেক বাঙালি মনীষীর জন্ম বার্ষিকী পড়ছে, তাই তাদের স্মরণে মেলা উৎসর্গ করা হবে বাংলার রেনেসাঁকে”।
আগামী ২৬ জানুয়ারি থেকে শুরু হয়ে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত এ মেলা চলবে।
মেলা উদ্বোধন করবেন বাংলাদেশের লেখক অধ্যাপক অনিসুজ্জামান ও অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
প্রধান অতিথি থাকবেন পশ্চিম বঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দোপধ্যায়।
এবারের মেলায় বিশেষ আয়োজন থাকছে সদ্যপ্রয়াত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়, হুমায়ূন আহমেদ এবং সৈয়দ মুস্তাফা সিরাজকে নিয়ে।
‘থিম কান্ট্রি’ হিসেবে বাংলাদেশ বিশেষ গুরুত্ব পেলেও এবারের কলকাতা বই মেলা জুড়ে স্বাভাবিকভাবেই থাকবে সমকালীন বাংলা সাহিত্যে খ্যাতির শিখরে থাকা সদ্যপ্রয়াত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের ছায়া।
সুনীলের নামে স্মারক বক্তৃতা, স্মারক পত্রিকা প্রকাশের পাশাপাশি নবীন কবি-লেখকদের জন্যে সুনীলের নামে বিশেষ সম্মাননা চালুর সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা।
মেলায় সুনীল স্মারক বক্তৃতা দিতে ভারতের খ্যাতনামা লেখক বিক্রম শেঠকে আমন্ত্রণ জানানো হয়েছে।
মেলায় বাংলাদেশের ২২টি বেসরকারি এবং ৮টি সরকারি প্রতিষ্ঠান অংশ নেবে। আয়োজকরা জানিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় কথাসাহিত্যক হুমায়ূন আহমেদকে বিশেষভাবে তুলে ধরার চিন্তা করছেন তারা।
দু’দেশের দুই বাঙালি নোবেল বিজয়ী অমর্ত্য সেন ও মুহাম্মদ ইউনূসকে মেলার প্রথম পর্বের অনুষ্ঠানে যোগ দেয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।
আগামী ৩০ জানুয়ারি মেলায় খ্যাতনামা সাহিত্যিকদের সম্মেলনে তারা যোগ দিতে পারেন বলে জানিয়েছেন আয়োজকরা।
এ অঞ্চলের আরেক নোবেল বিজয়ী ভারতে অবস্থানকারী তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামাকেও এবারের মেলায় আমন্ত্রণ জানানো হয়েছে।
বাংলাদেশ এবারের ‘থিম কান্ট্রি’ হওয়ায় বাংলাদেশের সাহিত্য ও প্রকাশনা বিশেষ গুরুত্ব পাবে মেলায়। পশ্চিমবঙ্গসহ ভারতের বাঙালি পাঠকদের কাছে বাংলাদেশের সাহিত্য ও অন্যান্য সৃজনশীল প্রকাশানা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এ মেলা একটা বড় সুযোগ বলে মনে করছেন আয়োজকরা।
১৯৯৭ সালে প্রথম বারের মতো কলকাতা বই মেলায় থিম কান্ট্রি করা হয় বাংলাদেশকে। সেবার পশ্চিমবঙ্গের প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর আমন্ত্রণে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার উদ্বোধন করেছিলেন
উৎস : বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।