একমাত্র ব্যানমুক্ত ব্লগ!
ইদানিং সামহোয়্যার ইন ব্লগে আবালের সংখ্যা চক্রবৃদ্ধিহারে বৃদ্ধি পাইতেছে। এমতাবস্থায় একটি “জরুরী আবাল চিকিৎসা কেন্দ্র” খোলা হইয়াছে। এই কেন্দ্রে “আবালদিগকে” বিনামুল্যেচিকিৎসা সেবা প্রদান করা হইয়া থাকে। উক্ত চিকিৎসা কেন্দ্রে অদ্য হইতে আবাল চিকিৎসা কার্যক্রম শুরু হইয়াছে। প্রাথমিক পর্যায়ে পরীক্ষামুলকভাবে দুইজন আবালকে চিকিৎসা সেবা দেয়ার পর ছাড়িয়া দেয়া হইয়াছে।
বিশেষজ্ঞগন চিকিৎসার ফলাফলকে সন্তোষজনক বলিয়া ঘোষণা করিয়াছেন।
আবাল চিকিৎসা পদ্ধতি সম্পর্কে উৎসাহীগন নিন্মোক্ত রুগীদ্বয়ের উপর প্রয়োগকৃত চিকিৎসা প্রনালী অবলোকন করিতে পারেন।
১. সর্বজনাব হামিদা বেগম
২. সর্বজনাব সুর বাংলা
বর্তমানে যাহারা আবাল চিকিৎসা কেন্দ্রের সহিত জড়িত আছেন তাহাদের নাম নিন্মে দেয়া হইলো। উৎসাহী ব্যক্তিগন “আবাল নন” সাপেক্ষে উক্ত কার্যক্রমে চিকিৎসক হিসাবে জড়িত হইতে পারেন।
আবাল চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক সদস্যগনের নাম নিন্মে দেয়া হলো:
১.ঠুকেমারি
২.এস্কিমো
৩.যুঞ্চিক্ত
৪.আঈজুদ্দিন চৌধুরী
৫.শমসের আলম
৬.হোসেইন
৭.কেমিকেল আলী
৮.ত্রি-ভন্ড
৯.হাসিব
১০.দ্রোহী
১১.অমিত
১২.হিমু
১৩.অনুভুতি শূণ্য কেউ একজন
১৪.তারেক রহিম
১৫.ধুসর ছায়া
যদি কেহ আবাল চিকিৎসা কার্যক্রমে যুক্ত হইতে অনীহা প্রকাশ করিয়া থাকেন, তাহা হইলে তাহাকে সম্মানের সহিত অব্যাহতি দেয়া হইবে।
×××××××××××××
যাহারা আবাল চিকিৎসা কার্যক্রমে যুক্ত হইতে আগ্রহী, তাহারা মন্তব্যের ঘরে সম্মতিজ্ঞাপনপূর্বক মন্তব্য করিয়া যাইবেন, পরবর্তীকালে তাহা লিষ্টে সংযুক্ত করিয়া লওয়া হইবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।