আমাদের কথা খুঁজে নিন

   

জিতল কে?

বাংলাদেশ নিয়ে ভাবনা, প্রত্যাশা ও সম্ভাবনার সংগ্রহমালা

গতকাল তাসনিম খলিল মুক্তি পাওয়ার পর থেকেই প্রশ্নটা বেশ ঘুরপাক খাচ্ছিল, জিতল কে? অনেকে প্রশ্ন করে বসবেন, হারজিতের খেলা কি হয়েছিল? তবে আমার কাছে ব্যাপারটা একদিনের ম্যাচের মতোই মনে হলো। খুব দ্রুত চোখের নিমিষে ঘটনাটা ঘটল। তাই মনের মধ্যে কিছু ভাবনা এখানে টুকে রাখলাম ভাবার জন্য। (১) গাধা সবসময়ই ঘোলা পানি খায়। (২) অসি বড়ো না মসী-এই যুদ্ধের মীমাংসা আরেকবার হলো।

(৩) হাঁটুর বুদ্ধি মাঝেমাঝে বাহু শক্তির কাছে লোপ পায়। (৪) এই দিন যে আর সেই দিন না এটা বাততির মতো ফকফকা। (৫) লেজে গোবরে অবস্থা তৈরী করলে চোখে আন্ধার দেখে তা সত্য। (৬) কাকতাড়ুয়ার চেয়ে পিতলের কলসের দাম বেশী। (৭) মামার ঠ্যাঙ্গানির ভয়ে সকল নিউজ বন্ধ থাকে।

পেটের ধান্ধা বড়ো ধান্ধা। (৮) মানীর মান আল্লাহ রাখে। দুনিয়ার তাবত লোক জুতা ছুঁড়ে মারলেও ইজ্জত যাবে না, কারণ মুখে তো আর লাগেনি, কানের পাশ দিয়ে চলে গেছে। (৯) দৃস্টিপাতের সাইটে দেখলাম, এবিসি মামার কারবার। তার কথাবার্তা সবার নজর কেড়েছে।

মামা যে আজকাল হাইপারটেনশনে ভোগেন তা তার কথায় টের করা যায়। (১০) হুযুরের পাঁচ লাইনের হলফনামায় ন্যাংটা মামা মুখে রুমাল পায়। মামার ইজ্জত যারা বাঁচায়, তারাও বাঁচে (১১) ব্লগের রাজাকার বান্দর আর বেকুবদের মুখোশ আবারও খুলল ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।