আমাদের কথা খুঁজে নিন

   

কুশিয়ারা নদীটির তীরে।।



কুশিয়ারা নদীর কাছে যখন বাস আমাকে নামিয়ে দেয়। নদীটি দেখে এতক্ষণ বাসে যে কষ্ট করে এলাম তা ভুলে যাই। নদীটি বেশ তরতাজা এই আনসিসনেও। সুরমার চাইতেও তাজা। নদীর দিকে আমরা পাগলের মত ছুঠে যাই।

আসলে নদীকে কত টুকু চিনতে পারে আগন্তুকেরা। নৌকায় বসে নদীর এপার ওপার করা, নদীর দিকে তাকিয়ে থাকে নদীকে কতটুকু চেনা যায়। নদীকে চিনতে হয় মানিকের মত অদ্বেতের মত। নদীর কাচাকাছি বাস করতে হয়। নদীকে ভাঙ্গতে দিতে হয়।

নদীর কাছ থেকে নিতে হয়। মোটকথা নদীর সাথে লেনদেন করতে হয়। তখন নদী তার গতিপথ ভুলে প্রবাহিত হয়ে যায় রক্তে। তবু আর কি ওপায় আগন্তুকরা অচেনাই থেকে যাই নদীর কাছে। কুশিয়ারার পার ঘেষে ফেঞ্চুগঞ্জের অনেক ভেতরে চলে গেলাম।

ভালই লাগে এই কুশিয়ারা নদীর পাশ দিয়ে হাটতে থাকি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।