আমাদের কথা খুঁজে নিন

   

ছবিসহ ভোটার তালিকার কাজের জন্য দেশীয় বিশেষজ্ঞগণই যথেষ্ট



ছবিসহ ভোটার তালিকা তৈরির ৪৫০ কোটি টাকার সিংহভাগই হাতিয়ে নেয়ার পাঁয়তারা করছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। এর প্রথম ধাপ শুরু হয়েছে কনসালটেন্ট নিয়োগের মাধ্যমে। ভোটার তালিকার প্রকল্প তৈরির জন্য ইতোমধ্যে ৫ জন পরামর্শক নিয়োগ দেয়া হয়েছে। তাদের ৩ জন বিদেশী ও ২ জন বাংলাদেশী। তাদের বাছাই করে দিয়েছে ইউএনডিপি।

এমনকি তাদের জন্য মোটা অংকের ভাতাও নির্ধারণ করে দিয়েছে ইউএনডিপি। ছবিসহ ভোটার তালিকা তৈরির জন্য নির্বাচন কমিশন পুরোটাই ইউএনডিপির ওপর নির্ভর করছে। ডাটাবেজ, ই-গভর্নেন্স ও ছবিসহ ভোটার তালিকা তৈরির মত মেধা আমাদের দেশে অনেক আছে। এসব কাজের জন্য দেশীয় বিশেষজ্ঞগণই যথেষ্ট। ইতোমধ্যে এদের ৪ জন কনসালটেন্ট কমিশনে যোগদান করে কাজ শুরু করেছেন।

পরবর্তীতে এ সকল কনসালটেন্ট যে সকল যন্ত্রপাতি ও আসবাবপত্র ক্রয় করার সুপারিশ করবেন, সেসব জিনিস কোন কোন কোম্পানী থেকে ক্রয় করতে হবে তাও নির্ধারণ করে দেবে ইউএনডিপি। এমন কি আন্তর্জাতিক টেন্ডার আহ্বানের পর কোন কোম্পানী কাজ পাবে সে ক্ষেত্রেও ইউএনডিপির হাত থাকবে। আর এসব কোম্পানীর সাথে কমিশন প্রাপ্তির গোপন চুক্তি থাকাটা অস্বাভাবিক কিছু নয়। বিদেশীদের সাহায্য নিতে হলে তাদের দেয়া শর্ত মানতে হয়। বিদেশীদের শর্তানুযায়ী সে টাকা খরচ করতে হয় এমন কী তাদের কথা অনুযায়ী নির্দিষ্ট কোম্পানী থেকে জিনিসপত্র ক্রয় করতে হয়।

ভোটার তালিকার প্রকল্প তৈরির জন্য নিয়োগপ্রাপ্ত পরামর্শকগণ হলেন, অস্ট্রেলিয়ার স্টিভ পেনহেন ও সুইডেনের পিটার। দেশীয়রা হলেন, বুয়েটের অধ্যাপক ও ইনস্টিটিউট অব ইনফরমেশন এন্ড কম্যুনিকেশন টেকনোলজির ডিরেক্টর ড. এস এম লুৎফল কবীর ও নিউজ ইনফোটেক সার্ভিস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এ আর আজিজুল হক রায়হান। উল্লেখিত পরামর্শকদের জন্য মোটা অংকের মাসিক ভাতা নির্ধারণ করা হয়েছে। আর বিদেশী বিশেষজ্ঞদের ভাতার পরিমাণ দেশীয় বিশেষজ্ঞদের চেয়ে কয়েকগুণ বেশি। এ সম্পর্কে প্রধান নির্বাচন কমিশনার ড. এ টিএম শামছুল হুদা বলেন, বিশেষজ্ঞ নিয়োগ দিয়েছে এবং তাদের ভেতন ভাতাও নির্ধারণ করেছে ইউএনপিডি।

আর তা ইউএনডিপির নিজস্ব তহবিল থেকে পরিশোধ করবে। সেটা আমরা জানতেও চাই না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.