আমাদের কথা খুঁজে নিন

   

বেহেস্তের ভাবনা-১

দুঃখটাকে দিলাম ছুটি, আসবে না ফিরে

'এই যে ভাই একটু দাঁড়াবেন!' প্রশ্নকর্তার হাতে মাইক্রোফোন, কোন টিভি চ্যানেলের সাংবাদিক হতে পারে। - জ্বী বলেন। - আমি কতকগুলো প্রশ্ন করবো, দয়া করে ভেবে চিন্তে জবাব দেবেন। - জ্বী বলেন। - আচ্ছা মনে করুন আপনি এমন কিছু পেলেন যা দিয়ে যা ইচ্ছা তাই করতে পারবেন অর্থাৎ ধরুন আপনি এখন বেহেস্তে আছেন।

- দেখুন এইসব অবাস্তব বিষয় নিয়ে চিন্তা করার সময় আমার নেই। - প্লিজ ভুল বুঝবেন না, আপনি চাইলেই সেখানে যেতে পারবেন এমনটি নয়। আমি শুধু আপনার অনুভূতিটা জানতে চাচ্ছি যে, এরকম সুযোগ আসলে আপনি আসলে কি চাইতেন? ভদ্রলোক একটু নড়ে চড়ে বসলেন, বোঝা গেল সাংবাদিকটা বেশ সিরিয়াস। একটু চিন্তা করলেন। বললেন...... - অনন্ত জীবন চাইব, যে জীবনের কোন শেষ নেই।

- আচ্ছা মনে করুন সেটা পেলেন, এখন কি করবেন? - অবশ্যই নিজের পছন্দমত ভাল দেখে একটা জীবন সঙ্গিনী চাইব যার মাঝে অনন্তকালের সুখ খুঁজে পাব। - আপনার কি আর কোন চাওয়া পাওয়া থাকবে? - হ্যাঁ এমন একটা পরিবেশ যদি পেতাম যেখানে দুজন দুজনার মত করে নতুন একটা জগত গড়ে তুলতে পারব! যেখানে থাকবে বয়ে চলা স্রোতধারা নদী, ফুল ফসলের বাগান! - আর কোন চাওয়া পাওয়া? - না আর কোন চাওয়া পাওয়া নেই, যা পেলাম তার শুকরিয়া। যিনি দিলেন, তার প্রতি আমার সন্তুষ্টি। ধন্যবাদ। আপনাকে।

প্রিয় ব্লগার বন্ধুগণ! আমরা এই জীবনের পর আরও একটা জীবনের কথা শুনেছি। কেউ বিশ্বাস করেন, কেউ করেন না... কিন্তু বেহেস্তে যাওয়ার সুযোগ পেলে আপনি কি চাইতেন? এর বেশি কিছু কি? (বেহেস্তের কোন ছবি পাই নাই বলে দুঃখিত) বেহেস্তের ভাবনা-২

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।