আমাদের কথা খুঁজে নিন

   

ইসলাম এবং সত্য বানী / নূর নবীজীর প্রতি সম্মান প্রদর্শন বেহেস্তের ঠিকানা



ইসলাম এবং রাজনীতি সময়ের কথা । । ************ আল্লাহ্‌ আমাদের একমাত্র সৃষ্টিকর্তা । । তার বানী আল কোরআন ।

। নবীজী আমাদের এবং আল্লাহ্‌র মধ্য যোগাযোগ রক্ষা কারী প্রেরিত নবী ও রাছুল । । আর রাছুল সা এর বানী সমূহ হল আল হাদিস । ।

স্বয়ং আল্লাহ পাক যাকে উত্তম সম্মান দিয়ে উম্মতের ত্রাণ তরি হিসাবে জগতে প্রেরন করেছেন এবং আল্লাহর নামের সাথে যার নাম জুড়ে দিয়েছেন , তিনি কে ? তিনি সকল নবী ও রাছুল দের সাবে সর্দার । । প্রথম নবী এবং মানবের আদি পিতা হজরত আদম আ উল্লেখ করেন হে আমার সন্তানেরা , আমি যখন বেহেস্তে ছিলাম তখন বেহেস্তের প্রত্যকটা স্থানে , আরশ আজিম এ আল্লাহর নামের সাথে মুহাম্মাদ নাম লেখা দেখতে পাই । । হে আমার সন্তানেরা , বেহেস্তের বৃক্ষ লতা , মনোরম রাজপ্রাসাদ , ঝর্নার নহর , ভুগ বিলাসের ঘর , এমন কি বেহেস্তের সেবিকা হুর , গিল্মান , এবং ফেরেস্তাদের চোখের পাতায় মোহাম্মদ নাম দেখতে পাই ।

। শয়তানের দাগা বাজি তে আদম এবং হাওয়া আ বেহেস্ত থেকে বিতারিত হয়ে দুনিয়ায় আসে । তারা এদম পাহাড়ে অবস্থান নেয় এবং শত শত বছর ভুলের জন্য আল্লাহর নিকট ক্ষমা চান , অবশেষে মক্কার আরাফায় এসে হাত উটায় খোদার দরবারে , হে আল্লাহ আরশে যে মুহাম্মাদ নাম তোমার নামের পাশে তার উছিলায় ক্ষমা চাই , আল্লহ পাক সাথে সাথে ক্ষমা করে দেন এবং অন্ধ চোখ ভাল; করে হাওয়া আ এর সাথে মিলিত হন । । তিনি আবার দোয়া করেন হে মাবুদ আরশে বায়তুল মামুর এর মত এক এবাদত খানা দাও ।

আল্লাহ ফেরেস্তাদের মাধ্যমে আরশের বায়তুল মামুরের আদলে কানায়ে কাবা প্রস্তুত করে দেন । এবং ফেরেস্তাদের দান করা এক গিলাফ বা চাদর দেখতে পান । । তাতে লিখা ছিল লাইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুর রাছুলুল্লাহ । ।

এই কল্মা শরীফ পড়ে আদম আ চোখে মহব্বতের সহিত চুমু দেন , সাথে সাথে আদম এবং হাওয়া আ এর দৃষ্টি শক্তি আরও অনেক গুনে বৃদ্ধি পায় । । আদম এবং হাওয়া আ আল্লাহর নেয়ামতে সুখে শান্তিতে বসবাস করতে লাগলেন । । আদম সন্তান বৃদ্ধি পেয়ে দুনিয়া ভরে গেল , আদম ও হাওয়া আ জান্নাত বাসী হলে আবার মানব অন্ধ হয়ে মূর্তি পুজা ও নিজ কাল্পনিক যা ইচ্ছা তাই করতে লাগল ।

। আবার নবি রাছুল গন হেদায়েত এর লক্ষ্য মানুষকে দিল আল্লাহর পরিচয় , আসল নবী রাছুল দের নিকট আসমানি কিতাব বা আল্লাহর বানী । আদম আ এর উপর এল ১০ কিতাব , শীষ আর এর উপর এল ৫০ কিতাব । নুহ আর এর উপর ১০ কিতাব , সুলাইমান আ এর উপর ২ কিতাব , দাউদ আ এর উপর ১ কিতাব , আইয়ুব আ এর উপর ১ কিতাব , ইউনুছ আ এর উপর ১০ কিতাব , ছালেহ আ এর উপর ১ কিতাব , ইউছুফ আ এর উপর ১ কিতাব , ইব্রাহীম আ এর উপর ১০ কিতাব , ইসমাইল আ এর উপর এক কিতাব , মুসা আ এর উপর এক কিতাব , ইশা আ এর উপর এক কিতাব , এবং সর্বশেষ সাবে সর্দার আল্লাহর পেয়ারা নবী হযরত মোহাম্মাদ সা এর উপর এল আল্লাহর মহান বানী সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআন । ।

২লক্ষ ২৪ হাজার নবী রাছুল জগতে আসে মানব মুক্তির হেদায়েত এর জন্য । । সব নবীদের নবী সব রাছুলের রাছুল আল্লাহর প্রিয় নুর নবীজী এলেন সবার শেষে । । কিয়ামত পর্যন্ত আর কোন নবী রাছুল আসবেনা ।

। আমাদের নবী হজরত মোহাম্মাদ সবার সেরা কেন ? কারণ সব নবীদের কালমা ছিল লাইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুর রাছুলুল্লাহ । । আর অন্যান্য নবী গনের উম্মতের কলমা ছিল কি ? লাইলাহা ইল্লাল্লাহু আদামূ সাফিউল্লাহ । ।

লাইলাহা ইল্লাল্লাহু নুহু নাবিউল্লাহ লাইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ লাইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ লাইলাহা ইল্লাল্লাহু ইশা রুহুল্লাহ । । আল্লাহ্‌ মোহাম্মাদ রাছুলুল্লাহ সা কে কেমন সম্মান দিলেন জানি । । আল্লাহ সকল নবীকে ডাক দিতেন , হে আদম , হে নুহু , হে মুসা , হে ইশা ।

আর আল্লাহ পাক তার প্রিয় হাবিব ছরকারে দু আলম , মাহবুবে খোদা , তাজদারে মদিনা হুজুর পাক সা কে সম্বোধন করেন । । আচ্ছালাতু আচ্ছালামু আলাইকা ইয়া রাছুলুল্লাহ আচ্ছালাতু আচ্ছালামু আলাইকা ইয়া শাফিয়িল মাজনেবিন আচ্ছালাতু আচ্ছালামু আলাইকা ইয়া রাহমাতুল্লিল আলামিন । । কোরআন , আল্লাহ বলেন আমি এবং আমার অসংখ্য ফেরেস্তাগন কে নিয়ে দরূদ ও ছালাম ভেজি আমার হাবিব এর উপর , হে ঈমানদার গন তোমারাও পড় এবং ছালাম জানাও ।

। সুরা আহযাব আয়াত ৫৬ । । আল্লাহ যাকে অধিক মর্যাদা দেয় , হে বেঈমান ভণ্ডের দল তোমরা কারা যে সেই প্রিয় নবী হজরত মোহাম্মাদ সা এর সাথে বেয়াদবি মুলক আচরন কর । ।

আল্লাহ কোরআনে বলেন , যদি তোমরা আমি আল্লাহকে লাভ করতে চাও তাহলে সর্বপ্রথম আমার হাবিব মোহাম্মাদ সা কে ভালবাস এবং অনুসরন কর , নিশ্চই আমি তোমাদের ক্ষমা করে দেব । । আল্লাহ পাক বলেন আমি আপনাকে সমগ্র জগতের রহমত হিসাবে প্রেরন করেছি । । পৃথিবী একটা ক্ষুত্র জগত ।

। ৮০ হাজার জগত এ বিশ্ব ব্রহ্মাণ্ডে । । রহমত এমনি এক জিনিস যার অভাবে একটি গাছের পাতা পর্যন্ত দুলেনা । ।

এস সেই মহান ইসলাম এবং ঈমানের জুতি নুর নবী হজরত মোহাম্মাদ সা এর রওজা মোবারকে তাজিমের সহিত দাড়িয়ে ছালাম জ্ঞাপন করি । । ইয়া নবী ছালামু আলায়েকা ইয়া রাছুল ছালামু আলায়েকা ইয়া হাবিব ছালামু আলায়েকা ছালাওয়া তুল্লাহ আলায়েকা । । যত রয় যেথা সব সৃজন সকলি আপনার নুরের ও রৌশন স্রিজিল এই ত্রিভুবন দয়া দাও হে প্রভু নিরাঞ্জন ।

। ইয়া নবী ''''''''' যত রয় নবী রাছুল আউলিয়া সাধু লভিল সে নামেরও মধু নামে ভরা রহমতের যাদু ভেজে ছালাম স্বয়ং ও প্রভু ইয়া নবী ''''''' আমরা যে যাব মদিনায় ধুলি লইতে আপনার মোবারক পায় দাও হে দিদার ওগো নবী মস্তুফায় তরাইও গোনাহগার যত রয় যেথায় '''''''''

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.