আমাদের কথা খুঁজে নিন

   

ইসাবেলা, প্রার্থিত পরিত্রাণ

"বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না। "শিহরণে সত্তায় তুমি, হে আমার জন্মভূমি"

১৮.০৪.০৭ রেটিনা শিউরে ওঠে, মাথার ভেতর একশ ওয়াটের আলো, জমকালো তাপময় অনুভূতির সব স্তর পার হয়ে ধ্যানী অক্টোপাসের মতো এই সঙ্গীত নিবিড় বেজে রয় নিজের প্রতিদ্বন্দ্বী হয়ে নিজেই যখন রক্তাক্ত শিকার ভাবি তুমি পরিত্রাণ, তুমি পারো রাত ভাঙ্গা লরির কর্কশ কণ্ঠ কেড়ে নিয়ে আমাকে পেলব পাখি করে দিতে নিশিতে পাওয়া কুকুর লালু-ভুলুর নির্দিষ্ট প্রহরা তুলে নিতে বিশ্বাসের কোমরে দু'হাত রেখে তোমার সুচারু দাঁতে ভেঙ্গে দিতে কাঠবেড়ালীর ঠোঁটে রাখা আবশ্যক বাদাম তুমি পাখি করে দাও, তুমি ক্লান্ত প্রহরা সরিয়ে নাও, তুমি আড়মোড়া ভেঙ্গে দু'হাতের টুসকিতে ঘুম তাড়াও তুমি ডুবন্ত আমাকে পাতাল থেকে ডাঙ্গায় তুলে নাও, তুমি গাও আমার স্বাধীনতার অপর নাম গান জানি তুমি-ই হবে আমার প্রার্থিত পরিত্রাণ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।