আমাদের কথা খুঁজে নিন

   

বন্ধু এবার দাওগো বিদায়

বাংলাদেশ নিয়ে ভাবনা, প্রত্যাশা ও সম্ভাবনার সংগ্রহমালা

না, বন্ধুরা। সত্যি সত্যি এবার বিদায়। অনেক হলো। আর না। পুরো আড্ডার চেহারা উল্টোপাল্টা হয়ে আছে।

কসমেটিক সার্জারী করেও কোন কাজ হবেনা। গতকাল সকালেও যে পোস্টগুলো লিংকসহ ভালভাবেই কাজ করছিল, সেগুলো এখন বিতিকিচ্ছি অবস্থায়। চোরাই করা লিংককোড দিয়ে ব্লগাচ্ছিলাম। সেগুলোও এখন আমাকে অনবরত ভেংচি কেটে যাচ্ছে। রাগে কস্টে আর অভিমানে বাক্স পেটরা গুছালাম।

তারপরেও দেখি কেউ কিছু বলে না। বলে বেটা যাবি কই? ঘুরে ফিরে এখানেই আসতে হবে। পেয়াজের নেশাটা লাগিয়ে দিয়েছি। তা একটু পেয়াজই না হয় খাবি? তা ভাংগা বাটিতে দেই আর রুপার বাটিতে দেই তাতে কি? নেশা চাপলে আবার চুপিচুপি পা ফেলে অন্দর মহলে ঢুকবি? না, আর এই সংসার না। বলেই 517টা আড্ডার পুটলি বাক্সে পুরে ঘর থেকে বেরুতেই পাশের বাসার সুন্দরীর ডাক।

বলে যাচ্ছেন কোথায়? আপনার আড্ডার বাক্স আমার ঘরে পুরে রাখুন। রং দিয়ে ঢং দিয়ে সাজিয়ে রাখব। সুন্দরীদের দিকে না তাকালে আর ওদের ডাক না শুনলে ওরা বেশ কস্ট পায়। মানুষকে কস্ট দেওয়া মোটেও মনুষ্যত্বের কাজ না। তাই, ডাক শুনে পুরনো প্রেমিকের দোরে চুপিচুপি ঠাই নিলাম।

আপাতত এখানেই আশ্রয়। রাগ কমলে আর সব গুছালে প্রথমার কাছে ফিরে আসব। আর কাওকে বলবেন না। চুপিচুপি ঠিকানাটা দিয়ে যাই পাশের বাসার সুন্দরীর। http://www.uniadda.blogspot.com http://www.deshivoice.blogspot.com


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.