ভস্ম হই। মৃত্যুর চুমু আমার কপোল ছুঁয়ে যায়। বেঁচে উঠি আবার। নতুন দিনের আশায়। বেঁচে উঠি বারবার।
অনেককেই দেখলাম গোল্লা গোল্লা ভাবে ভাঙ্গাচোরা ইউনিকোডে লিখছেন। তাদের বিজয় কিবোর্ডে নিঘাৎ অসাধারন দক্ষতা! আপনারা যারা এরকম গোল্লা গোল্লা ভাবে ইউনিকোডে লিখে ফেলেছেন তার সঠিক ইউনিকোডে পরিবর্তন করার জন্য ছবিতে দেখানো পদ্ধতি অনুযায়ী আগান।
১। বাংলা ওয়েব টুলসের হোমপেজে যান। http://bnwebtools.sourceforge.net
২।
আপনার গোল্লা গোল্লা লেখা নিচের "পুরোনো বাংলা" নামের টেকস্ট বক্সে পেস্ট করুন।
৩। বিজয় বা অন্য যে কোন কিছু সিলেক্ট করুন
৪। "ইউনিকোডে বদলে উপরে নাও" ক্লিক করুন
৫। উপরের "ইউনিকোড এডিটরে" আপনার সঠিক ইউনিকোড টেকস্ট পেয়ে যাবেন
সঠিক টেকস্ট আবার এখানে এসে সংশোধন করে নিতে পারেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।