আমাদের কথা খুঁজে নিন

   

যেমনে যা ... বিজয় থেইকা ইউনিকোডার ব্লগার হইয়া উঠন

যে ঘড়ি তৈয়ার করে - সে - লুকায় ঘড়ির ভিতরে

আমি সেই ছুটুবেলা থেইকা বিজয় ব্যবহারকারী। তাই ইউনিকোডে অভ্যস্ত হইতে সময় লাগতাছে। প্রথম পোস্ট লিখতে গিয়া কিছুক্ষন ট্রাই মাইরা পরে মাইক্রোসফটে গিয়া বিজয়ে লিখিয়া কনভার্ট কইরা পোস্টাইলাম। এই পোস্টটা অবশ্য এইখানেই কনভার্ট ছাড়া টাইপ করলাম। প্রায় অভ্যস্ত হইয়া গেলাম বইলা।

যারা বিজয়ে অতি অভ্যস্ত তারা বড়সড় লেখার জন্য এখনো বিজয় ব্যবহার করতে পারেন। শুধু তারপরে একটু কপি পেস্টু করতে হইবেক। মাঝখানে কনভার্ট। পদ্ধতিটা এইরকম: এক. প্রথমে মাইক্রোসফটে বিজয়ে মনের সুখে লিখিয়া লউন। বিজয়ে লেখা হইয়া গেলে .. পুরাটা কপি করুন দুই. ইন্টারনেট এক্সপ্লোরার খুলিয়া এই সাইটে আসুন http://shujan.org/bangla/ পেস্ট করুন।

কনভাট বাটনে প্রেস করে ইউনিকোড পেয়ে যাবেন। তিন. এইবার কপি করে সামহোয়্যারে পোস্টান। এইতো!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.