আমাদের কথা খুঁজে নিন

   

যুক্তরাষ্ট্রে বন্যায় চারজনের মৃত্যু

শুক্রবার বন্যার পানি বেড়ে রাজ্যের কয়েকটি নতুন এলাকা প্লাবিত হয়। এলাকাগুলোর মধ্যে প্রত্যন্ত ছোট শহর লিওনসে আটকে পড়া দুই হাজারেরও বেশি বাসিন্দাকে সরিয়ে নিতে ন্যাশনার গার্ডের সদস্যরা সামরিক যান ব্যবহার করছেন। তারা বাড়ি বাড়ি গিয়ে আটকে পড়াদের উদ্ধার করে নিয়ে আসছেন। টানা বৃষ্টিপাতের ফলে এলাকাটিতে গত ৩০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। ন্যাশনার গার্ডের মুখপাত্র ফার্স্ট লেফটেন্যান্ট স্কাই রবিনসন বলেছেন, “স্যুটকেস, দামী জিনিসপত্র ও গৃহপালিত পশুসহ সবকিছু সামরিক যানগুলোর পেছনে ভরে ঘরবাড়ি ছাড়ছেন আটকে পড়া বাসিন্দারা।

” শেষ গ্রীষ্মের অস্বাভাবিক ঝড় বাহিত প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট এ বন্যার তোড়ে অনেক ভবন ধসে পড়েছে, হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। অসময়ের বন্যায় প্রতিবেশী রাজ্য উওমিংয়ের সীমান্তের কাছের ফোর্ট কলিন্স শহর থেকে শুরু করে বোল্ডার, ডেনভার ও দক্ষিণের কলরাডো স্প্রিং পর্যন্ত সব প্রধান শহর ডুবে গেছে। বন্যাকবলিত শহরগুলোর মধ্যে বোল্ডার থেকে শুরু করে ডেনভারের উত্তরে রকি পর্বতমালার ফোর্ট রেঞ্জ পর্যন্ত সবগুলো শহর মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রবল বৃষ্টিতে সৃষ্ট পাহাড়ি ঢল এসব এলাকার ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে গেছে। বন্যায় যুক্তরাষ্ট্রের জাতীয় সড়ক জালের ৩৬ নাম্বার জাতীয় সড়ক ডুবে যাওয়ায় লিওনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এরপর দুইদিন যাবৎ বোল্ডারের উত্তরের এই শহরটির বাসিন্দারা বিশুদ্ধ পানি ও বিদ্যুৎহীন অবস্থায় ছিল। পরিস্থিতির বর্ণনা দিয়ে বোল্ডারের জরুরি অভিযান কেন্দ্রের মুখপাত্র মাইক বুনুয়েলস বলেন, “এটি একটি মারাত্মক পরিস্থিতি। ” বন্যায় যে চারজনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে এক দম্পতি রয়েছেন। বোল্ডারের উত্তরপশ্চিমে গাড়ি নিয়ে যাওয়ার সময় তারা ভেসে যান। পরে পুরুষ ব্যক্তিটির মৃতদেহ উদ্ধার করা সম্ভব হলেও তারা সঙ্গীর কোনো খোঁজ পাওয়া যায়নি।

তার মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। বোল্ডারের উত্তরে জেমসটাউনে একটি ধসে পড়া ভবনের ধ্বংসস্তুপ থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া উদ্ধারকারী দলের টহলের সময় কলরাডো স্প্রিংয়ের কাছে অপর এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে ১৯৭৬ সালে কলরাডোতে মারাত্মক বন্যা হয়েছিল। বোল্ডার শহরের কাছে পাহাড়ি ঢলে হঠাৎ সৃষ্ট ওই বন্যায় ১শ’ ৫০ জন মারা গিয়েছিল।

চলতি বন্যায় ক্ষতিগ্রস্থদের কেন্দ্র থেকে সব ধরনের সাহায্য-সহযোগীতা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.