যেভাবে তুমি আসো - বারো মাস 2
চৈত্র
উদাসী এক যে সন্ন্যাসীর গল্প শোনা যায়
ঘরছাড়া ,প্রব্রজ্যা ব্রতধারী, মৌন সে, নর্িিণমেখ -
কেউ কেউ দেখে তাকে -ঘোর গহীন অরণ্যে-
তার সাথে কী করে আমার কবে দেখা হবে!
শোনো হে মৌন নিরু দ্দেশ - আমি ডাকি- তাকে ডাকি
এসো, একবার দেখা হোক। আমাকে শোনো। শোনো কি আমাকে তুমি?
উত্তরে নিরুত্তর সে চিরদিন, চিরদিন ।
কোনো সাড়া নেই
শুধু পথে পথে কার পায়ের আওয়াজ -পড়ে, ওঠে, কাছে আসে, দূরে যায়
স্পষ্ট শোনা যায়, কখনো ছাড়া ছাড়া-
সে আওয়াজ কী বলে! বলে ওই যে তুমি- তুমি- ওই তো -
সে তুমি সে তুমি
রোদের ভেতরে থেকেও গভীর অস্পষ্ট তুমি ,
প্রাণ ভেজানো সবুজ- তবু কী ভীষণ রুদ্র প্রখর _
তপ্ত ধুলোর পথে পথে হাঁটো - হেঁটে চলে যাও
দৃকপাতহীন-
নিস্পৃহ একগুচ্ছ অঙুলি ধরে আছে কমণ্ডলু
তাতে জল; ছলকে আবছা পড়ে কী পড়ে না
তাই থেকে ছায়া , পথ ভোলানো চিক্কন ছায়াপত্ররাশি
আমাদের দশদিগনত্দে-
তুমি হেঁটে যাও- বিমনা
ধূসরিত পদচিহ্ন ধুলোয় ধুলোয়- তাই ঝরাপাতা-
সে তুমি, চৈত্র
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।