হোক কলরব, ফুলগুলো সব, লাল না হয়ে নীল হল ক্যান ?
দৃশ্য 1 :
বিশ্বকাপ ফুটবল চলছে । বাংলাদেশের এই আসরে খেলার চিন্তা করা এখন সম্পূর্ণ অবাস্তব । আমাদের দেশ খেলছে না তো কী হয়েছে ? আমাদের অন্য দলগুলোর সমর্থকের অভাব নেই । তাই প্রায় প্রতি ঘরের ছাদে পতপত করে উড়ছে ব্রাজিল, আর্জেন্টিনা, ইটালী-র পতাকা । বিশাল পতাকা বানিয়ে মিছিল হচ্ছে ।
দৃশ্য 2 :
বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপ ক্রিকেট খেলতে ওয়েস্ট ইন্ডিজ গেছে । বিশ্বকাপের মত আসরে আমাদের ক্রিকেট দল-ই খেলার সুযোগ পেয়ে আসছে । আমরা 2টি ম্যাচ জয়লাভ করে সুপার এইটেও উঠে গেছি । কিন্তু , কয়টি বাসার ছাদে এই উৎসবে পতাকা উড়ানো হয়েছে ?
আজ প্রতিটি বাসার ছাদে, সব জায়গায় আমাদের পতাকা গর্বের সাথে ওড়ার কথা । নিজ দেশের পতাকা উড়াতে দ্্বিধা কেন ?
আসুন, মুক্ত হাওয়ায় উড়াই আমাদের প্রিয় লাল-সবুজ ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।