আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্ব মিডিয়ায় বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে ভারতও ছিল

এ লড়াইয়ের সঙ্গে জড়িয়ে আমার যুদ্ধাপরাধ

ক্রিকেট বিশ্বকাপ লড়াইয়ে শেষ 8-এ রয়েছে বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট দলের সুপার এইটে ওঠার এ সাফল্য আজ আন্তর্জাতিক মিডিয়ায় বেশ গুরুত্ব পায়। একই সঙ্গে বিশ্বকাপ থেকে ভারতের বিদায়টিও সমান গুরুত্ব পেয়েছে। বারমুডার বিরুদ্ধে বাংলাদেশের জয়ের সঙ্গে ভারতের নকআউটের বিষয়টি জড়িয়েই হেডলাইন করেছে অধিকাংশ মিডিয়া। ভারতীয় টিভি চ্যানেল জি নিউজের অনলাইন ভার্সনে 'বাংলাদেশ রুট বারমুডা, ইন্ডিয়া নকড আউট অফ ওয়ার্ল্ড কাপ' শিরোনামে প্রকশিত প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের এ জয়ের মাধ্যমে অফিসিয়ালি ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকে পড়লো ভারত।

'ইন্ডিয়া নকড আউট' শিরোনামে বাংলাদেশের সুপার এইটে ওঠার খবরটি দিয়েছে ইন্ডিয়া টাইমস। 'ভারতকে মুছে দিল এগারো বাঙালি' শিরোনামে আনন্দবাজার পত্রিকা এ খবরটি ছাপে। আনন্দবাজার লিখেছে, 'বিশ্বকাপ থেকে ছিটকে গেল ভারত। নাটকীয় ম্যাচে বাংলাদেশ 7 উইকেটে বারমুডাকে হারিয়ে দেওয়ায় বিশ্বকাপে ভবলীলা সাঙ্গ হয়ে গেল দ্রাবিড়ের ভারতের। অথচ সকাল থেকে এমন মেঘলা আবহাওয়া যে মনে করা হচ্ছিল শ্রীযুক্ত ডাকওয়ার্থ এবং শ্রীযুক্ত লুইস না ভারত-উদ্ধারে অপ্রত্যাশিত নেমে পড়েন!' ভারতীয় দৈনিক হিন্দুস্তান টাইমসের এ খবর সংক্রান্ত শিরোনাম ছিল 'বাংলা উইন এন্ডস ইন্ডিয়াস ওয়ার্ল্ড কাপ ক্যামঙ্েইন'।

এছাড়াও ভারতীয় দৈনিকগুলোর মধ্যে বাংলাদেশ হ্যামার ফাইনাল নেইল ইন ইন্ডিয়াস কফিন' শিরোনামে টাইমস অফ ইন্ডিয়া, 'বাংলাদেশ ভিক্টোরি পুশেস আউট ইন্ডিয়া' শিরোনামে ইন্ডয়ান এক্সপ্রেস, 'বাংলাদেশ রিচ সুপার এইটস; ইন্ডিয়া আউট' শিরোনামে ভারতীয় বাতা সংস্থা আইওএল এবং 'বাংলাদেশ এডভান্স টু সুপার এইটস' শিরোনামে এনডিটিভি এ সংবাদটি প্রকাশ করেছে। 'বাংলাদেশ ইন সুপার এইট' হেডলাইনে এ খবরটি ছেপেছে পাকিস ানের প্রভাবশালী ইংরেজি দৈনিক ডন। বিবিসি 'বাংলাদেশ ভিক্টোরি পুটস ইন্ডিয়া আউট' শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে, ইন্ডিয়ার প্রত্যাশা উপো করে শেষতক বারমুডার সঙ্গে জিতে শেষ আটে পেঁৗছালো বাংলাদেশ। কানাডার লন্ডন ফ্রি প্রেসের এ খবরের হেডলাইন ছিল 'বাংলাদেশ রানস উইদ ক্রিকেট এলিট'। 'বাংলাদেশ আপ, ইন্ডিয়া আউট' শিরোনামে খবরটি ছেপেছে বার্তা সংস্থা এপি।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, শ্রীলংকার সঙ্গে বাংলাদেশ হারার পর ভারতীয়রা বারমুডার কাছ থেকে অঘটন প্রত্যাশা করছিল। তবে এ যাত্রা রা পেল না তারা। বারমুডাকে হারিয়ে সুপার এইটে পেঁৗছে গেছে বাংলাদেশ। 'বাংলাদেশ ভিক্টোরি নকস আউট ইন্ডিয়া ফ্রম কাপ' শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে রয়টার্স আরো জানিয়েছে, গত রোববারের বৃষ্টিবিঘি্নত ম্যাচে 7 উইকেটে বিশ্বকাপে নবাগত দল বারমুডাকে হারানোর সঙ্গে সঙ্গে বিশ্বকাপে প্রথমবারের মতো প্রথম রাউন্ড থেকে বাদ পড়লো ভারত। ব্রিটিশ দৈনিক গাডিয়ানে এ সংবাদটির শিরোনাম ছিল 'গ্রেট ডে ফর বাংলাদেশ মিনস মিজেরি ফর ইন্ডিয়া'।

'বাংলাদেশ ভিক্টোরি এলিমিনেটস ইন্ডিয়া' শিরোনামে দ্য নিউজিল্যান্ড হেরাল্ড জানায়, 37 রানের মাথায় বাংলাদেশ 3টি উইকেট হারালে ভারতীয়দের আপসেটের সে প্রত্যাশা একটু জাগলেও শেষ রা হয়নি তাদের। নিউজিল্যান্ডের অপর অনলাইন বার্তা সংস্থা স্টাফ রয়টার্সের বরাত দিয়ে জানিয়েছে, বৃষ্টির কারণে এ ম্যাচে 4 দফা ছন্দ পতন হলেও বাংলাদেশ দলের এ লড়াইয়ের প্রশংসা করেছেন হোয়াটমোর। তাদের খবরের শিরোনাম ছিল 'ইন্ডিয়া গান এজ বাংলাদেশ স্ট্রোল পাস্ট বারমুডা'। অস্ট্রেলিয়ার দৈনিক দ্য এজ জানিয়েছে, বৃষ্টিবিঘি্নত 21 ওভারের ম্যাচে সাকিবের বাউন্ডারি বাংলাদেশকে সুপার এইটে পাঠালো_ একই সঙ্গে ভারতকে বাড়ি পাঠালো। 'বাংলাদেশ টিপস ইন্ডিয়া আউট অফ কাপ' শিরোনামে বার্তা সংস্থা এপির বরাত দিয়ে পত্রিকাটি আরো জানিয়েছে, 83 সালের বিশ্ব চ্যাম্পিয়ান ভারতের বিশ্বকাপ ইতিহাসে এটা সবচেয়ে বাজে পারফরমেন্স।

দ্য সিডনি হেরাল্ডের শিরোনাম ছিল 'বাংলাদেশ এডভান্স, ইন্ডিয়া কুইট'।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.