মটোরোলার স্বত্ব থেকে জানা গেছে, এটি এমন একটি প্রযুক্তিসম্পন্ন ব্রেসলেট হবে, যাতে বিভিন্ন সেন্সর এবং একটি ডিসপ্লে থাকবে। ব্রেসলেটটি পরা অবস্থায় কারও কাছে কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে এলে মানুষটি সে যন্ত্রটি পছন্দ করছে কি না, চোখের পলক ট্র্যাক করে জানিয়ে দিতে সক্ষম হবে। আরও জানা গেছে, স্পর্শ এবং অঙ্গভঙ্গীও শনাক্ত করবে ব্রেসলেটটি।
ম্যাশএবল জানিয়েছে, ব্রেসলেটটির বর্ণনায় বলা হয়েছে এটি মানুষের মনের অবস্থা পরিবর্তন করতে পারবে। কিন্তু ঠিক কীভাবে একটি ব্রেসলেট মানুষের মনের অবস্থা পরিবর্তন করবে, সে বিষয়ে পরিষ্কার কোনো তথ্য কিন্তু জানায়নি প্রতিষ্ঠানটি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।